আমি ব্যক্তিগতভাবে খুব চাই, আমার ছোট বড়, আত্মীয় অনাত্মীয়, বন্ধু-বান্ধবী, পরিচিত, অপরিচিত সবাই জীবনে, ক্যারিয়ারে আমার চাইতে অনেক ভালো করুক। একদম ফাটাইয়া দিক সব দিকে। ছোট কাজিন গুলা বা পরিচিত ছোটদের বলি যে ভাইয়া ঢাবিতে পড়ার সুযোগ পেয়েছি তো, তোমারা দেশে বিদেশের এর চেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াশুনা করো। হার্ভাড, অক্সফোর্ডে পড়াশুনার প্ল্যান করো। আমি যেসব জায়গায় চাকুরী করার সুযোগ হয়েছে, তার চেয়ে ভালো কোম্পানি গুলায় তোমাদের সুযোগ হওয়া উচিত। আরও বেশি জ্ঞানী হও, ধনী হও, জীবনে প্রচুর সুখী হও। আমি দুনিয়া ঘুরে যা দেখার সুযোগ হয়েছে, তার চেয়ে বেশি ঘুরো। টুকটাক যা মানুষের জন্য করতে পারছি, তার কয়েক গুণ বেশি করার প্ল্যান করো। একেক জন প্রতিষ্ঠান হয়ে যাও।
যে যত বড় হয়, ভালো কিছু করে, সাকসেস হয়, অনেক ভালো জায়গায় পৌঁছায়, একটা অন্যরকম শান্তি লাগে। কেউ পারিবারিক জীবনে ভালো আছে, শান্তিতে আছে দেখলে কলিজায় শান্তি অনুভব করি। কারণ, কেউ ভালো কিছু পেলে আমার কখনো কমে যাবেনা, কেউ শান্তিতে থাকলে আমার শান্তির শর্ট হবেনা। কেউ কোটিপতি হলে আমার রিজিকে ও কমতি হবেনা। তাই, নিজের যেমন ভালো চাই, সবারই ভালো চাই। আমার সাথে কানেক্টেড মানুষ গুলোর জন্য ও সে একই চাওয়া। সব ছাড়িয়ে যান, আজকে যাকে আইডল মানেন, তাকে বিট করাটাই একটা বিরাট কাজ। সৃষ্টিকর্তা সহায় হউক।