দেশে যারা সরকারি চাকুরী করবেই এমন মনস্থির করেছেন এবং লম্বা সময় ধরে ট্রাই করে যাচ্ছে, তাদের একটা কমন প্যাটার্ন হলো-
গোল ১ঃ পাক্কা- বিসিএস এডমিন/পুলিশ বা ফরেন ক্যাডারই হবো। যত যাই হউক হতেই হবে
পরপর ২ বিসিএস এ প্রিলি হয় নাই, পরের টাই রিটেনে বাদ।
গোল ২ঃ ক্যাডার হলেই হবে- যাই পাই, যে কোন ক্যাডারে যাবোই যাবো।
আরো পরের ২ বিসিএসে ফেইল। একটায় ভাইভা ও হইসে। বয়স বাড়তেসে। ফ্যামিলি প্রেসার
গোল ৩ঃ ফার্স্ট ক্লাশ হলেই সই- কোনমতে একটা বিসিএসে আসলেই হলো। অথবা সাথে অন্য ফার্স্টক্লাশ জবের চেষ্টা চলছে।
এর মধ্যে অনেকে বিসিএস টার্গেটে পৌছায় আবার অনেকে ফার্স্ট ক্লাশ জব হয়ে যায়। বাকী লাখ লাখ?
গোল ৪ঃ ভাইরে, একটা সরকারি চাকুরীই চাই৷ ক্লাশ লাগবেনা। খালি দরকার সিকিউরিটি। কারণ এর মধ্যে সরকারি চাকুরীর পরীক্ষা দেয়ার বয়স শেষ হয়ে যাচ্ছে। ছোট ভাই তার জন্য বিয়ে করতে পারতেসেনা। ফ্যামিলি ক্রাইসিস।
অবশেষে অনেকেই কোন একটায় জয়েন করে পাইসিরে বলে চিক্কুর দিয়ে সারাজীবন কিছু একটা করে হ্যাপি থাকে। আর অনেকেই ব্যাংক বা যে কোন প্রাইভেট চাকুরীতে গালি গালাজ করতে করতে ঢুকে পরে আর যে বয়সে অনেক উপরে থাকার কথা, সেখানে নতুন করে শুরু করে ফেসবুকে পোস্ট দেয় আলহামদুলিল্লাহ!
এ পোস্টে কাউকে ছোট করছিনা জাস্ট বোঝাতে চাচ্ছি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা না করে পাশাপাশি প্রাইভেট সেক্টর বা বিজনেসে যাওয়া অথবা বিদেশে যাওয়ার চেষ্টা করলে একটা বড় সংখ্যক মানুষ আরো বেটার লাইফ লিড করতো বলে আমার ধারণা।