সুখী কারা? আমার দৃষ্টিতে কারা সুখী বা বাস্তব জীবনে আমি যেভাবে সুখী থাকি সেটাই নিয়েই আলাপ করবো এ ব্লগ পোস্টে।
– যারা অন্যের যে কোন প্রাপ্তিতে হিংসে না করে খুশি হয়
– যাদের মধ্যে নিজের কোন যোগ্যতা নিয়ে অহংকার বোধ কাজ করেনা
– যারা ধৈর্য ধরতে শিখেছে আর শিখেছে যে কোন কিছু পাওয়ার জন্য লেগে থাকতে
– যাদের জীবনের কোন পারপাস খুজে পেয়েছে আর সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে
– যাদের মধ্যে ইগো নামে এক ভয়ানক জিনিস নেই
– যারা নিঃস্বার্থভাবে পরের কল্যাণে কাজ করতে পারে
– যারা মা-বাবা, পরিবার সহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ও হক আদায় করে
– যারা প্রকৃত ধার্মিক ও সৃষ্টিকর্তার কাছে নিজেকে সপে দিতে পারে
– যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধু বস্তুগত না মানে টাকা, বাড়ী, গাড়ি বা সম্পত্তি কেই প্রাধান্য দেয়না
এ লিস্টে আরো অনেক কিছু যোগ হতে পারে আমি জাস্ট আমার ধারণা থেকে কিছু দিলাম যে গুণ গুলো অর্জনের চেষ্টা নিজে করছি এমন আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে কিন্তু আমার মতে যদি শারিরীক, মানসিক, আত্মীক এসবের সাথে স্পিরিচুয়ালিটি না থাকে, তাহলে যত যাই কিছু অর্জন করুক না কেন জীবনে, মানুষের অন্তর প্রশান্ত হয়না।
সুখ নিয়ে আপনাদের মতামত কি? আর কি কি জিনিস মানুষকে প্রকৃত সুখী করতে পারে বলে মনে হয়? বা আপনি কিসে সুখী? আলাপ চলুক প্লিজ