কিছু সিম্পল স্টেপ ফলো করলে এ প্রশ্ন আমাকে বা কাউকে করা লাগবে না। এক নাম্বার কাজ- জাস্ট একটা গুগল করেন কম্পিউটার বা মোবাইল থেকে। কিভাবে লিখতে পারেন? ধরেন আপনি ‘বিজনেস এ্যানালেটিক্স’ এ মাস্টার্স করতে চান। তো জাস্ট গুগলের সার্চ বারে সাবজেক্টের নাম লিখেন- Masters in Business Analaytics তারপর in USA/ AND লিখে USA লিখেন। ব্যাস, হাজার লিংক এসে হাজির। US News এর লিস্ট পাবেন। সরাসরি যে ভার্সিটি গুলায় এটা পড়ায়, ডিরেক্ট সেগুলা পাবেন একটু নিচের দিকে গেলেই। লিস্ট গুলা দেখা শুরু করেন, ডিপার্ট্মেন্টের ওয়েবসাইট গুলা ভিজিট করা শুরু করেন।
২ নাম্বার কাজ-ভার্সিটি তো পেলেন অনেক গুলা, এবার ফান্ড আছে কিনা বুঝতে হবে। ডিপার্ট্মেন্টের ওয়েবসাইট গুলায় মন দিয়ে খুঁজলে দেখবেন ‘Financial Aid’, ‘Graduate Assistantship’, ‘Teaching Assistantship’ অথবা Finance নিয়ে কিছু না কিছু দেয়া আছে। ভালো করে পড়েন আসলে কি বলা আছে। কিছু জায়গায় বলা থাকে যে এ পরিমাণ টাকা দিবে বা এ্যাসিসট্যান্টশিপ দিবে। ব্যাস, এবার সে ভার্সিটি গুলার লিস্ট করে ফেলেন। আপনি যে প্রশ্নের উত্তর জানার জন্য বিভিন্ন জনের কাছে ধর্ণা দিচ্ছেন, সেটা আপনার হাতের মুঠোয়। এরপর কয়েকটা শর্ট লিস্ট করে কাওকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে কোন গুলা ভালো হবে! যাকে নক দিবেন সে বুঝবে যে আপনার অলরেডি কিছু রিসার্চ করা আছে।
বোনাস টিপস- যখন সার্চ করা শুরু করবেন, তখন থেকেই একটা এক্সেল/ওয়ার্ড ফাইলে একটা লিস্ট বানা শুরু করেন। কলাম গুলায় ভার্সিটির নাম, ওয়েবসাইট লিংক, কি লাগবে সেগুলার ফিরিস্তি, ডেডলাইন, এপ্লিকেশন ফি কত টাকা লাগে এসব টুকে রাখেন যাতে পরে সহজে এক্সেস করা যায়। আর আবার নতুন করে শুরু করা না লাগে। তো, এ প্রশ্ন আশা করি আর কেউ করবে না Happy Searching!