আমরা এ সামারে থাকার জন্য নিজের ষ্টেট ছেড়ে ইলিনয় তে আছি এখন। এলাকার নাম Normal (নরমাল)।ইলিনয় ষ্টেট ইউনিভার্সিটি এলাকার এ নরমাল নাম কাউকে এ পর্যন্ত একবারে বোঝাতে পারিনি। নরমালে থাকি বললে জিজ্ঞেস করে করোনা পরিস্থিতি নরমাল নাকি তাপমাত্রা নরমাল! কি বিপদ। যখন খুব ভালো করে বুঝিয়ে বলি, তারপর বুঝে ও আচ্ছা, জায়গার নামই নরমাল!! যাহোক, নরমালেই সব কিছু মিলিয়ে এবনরমাল কিছু নেই।ভালো ও সুস্থ আছি। 🙂
এ ছবিটি বাসার ঠিক পেছনের পার্কে তোলা। এ পার্ক এর পাশ দিয়ে মাঝারী সাইজের একটা ট্রেইল আছে। ২ পাশে সবুজে ভরা। আমাদের বাসা থেকে বের হলে ডান পাশে এ Fairview Park আর বাম পাশে হল Weibring Golf Course. বিশাল আর অপূর্ব সুন্দর গলফ কোর্স নিয়ে আরেকদিন লেখা যাবে আজ বাড়ির পেছনে পার্ক নিয়েই না হয় বলি!
আমেরিকায় যে সব জায়গায় ঘুরেছি, কিছু থাক আর না থাক, অনেক অনেক পার্ক থাকে। মানুষজন হাঁটাহাটি করে, বাচ্চারা খেলে আর টেনিস, বাস্কেটবল অথবা ছোট শিশু পার্কের মত করা আছে। দোলনায় দেশের মত বাচ্চা-বুড়ো সবাই দোল খায়! আমাদের Fairview Park ও ব্যতিক্রম নয়। একটা বড় শিশু পার্ক (করোনায় বন্ধ), টেনিস কোর্ট, বসার জন্য অনেক গুলো বেঞ্চি, বার-বি-কিউ করার বেশ কয়েকটি জায়গা আর কিছু ছাউনি দিয়ে পার্কটি সাজানো। অসংখ্য গাছ লাগানো আছে পার্কে। গাড়ি পার্ক করার ব্যবস্থা ও আছে। মানুষ জন ঘুরতে আসে, কেউ খেলে আবার কেউ পাশের ট্রেইল ধরে হাটে। বিকেলে আর সকালে যখনই যান, পাখির কিচির-মিচির শুনি আর সাথে পাই অসাধারণ ফ্রেস বাতাস আর পরিষ্কার নীল আকাশ (যদি আবহাওয়া খারাপ না থাকে)। প্রতিদিন কিছু সময় এ পার্ক বা গলফ কোর্সে সময় কাটে আমাদের। করোনা কালীন এর চেয়ে ভালো সময় হয়তো কাটানো যেতনা।সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।আর এ দেশের সরকারকে ধন্যবাদ দিতেই হয় এ যান্ত্রিকতার যুগে প্রতীটি শহরকে এতটা সবুজে মুড়িয়ে রাখার জন্য। (US Diary, Normal, Illinois, May 28, 12.26 AM)
