University of Klagenfurt অস্ট্রিয়ার Carinthia স্টেটের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে নন-স্টেমের অনেক সাবজেক্টে স্কলারশিপের সুযোগ আছে।
যে সকল প্রোগ্রাম অফার করা হয়:
- Business Administration
- Business Law
- Creative Writing and Cultures of Writing
- History
- International Management
- Management, Economics, and Data Science
- Philosophy
- Psychology
আবেদনের যোগ্যতা:
১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
২। ইংরেজি ভাষা দক্ষতার জন্য থাকতে হবে।
৩। আবেদন করার জন্য অনলাইন এপ্লিকেশন করতে হয়।
৫। পাসপোর্ট বা আইডি কার্ড লাগবে।
৬। এছাড়া একাডেমিক ট্রান্সক্রিপ্টের অফিসিয়াল কপি লাগবে।
স্কলারশিপ সুবিধা:
University of Klagenfurt-তে সাধারণত মাসিক ভিত্তিতে কিছু স্কলারশিপ দেয়া হয়ে থাকে। তবে অনেক স্কলারশিপ আছে যেগুলো পেলে টিউশন ফি ওয়েইভারও পাওয়া যায়। এর বাইরে ওয়ার্ক পারমিট নিয়ে পার্ট-টাইম কাজ করেও এখানে লিভিং কস্ট কাভার করা সম্ভব। University of Klagenfurt-তে মাস্টার্স লেভেলে নিচের স্কলারশিপগুলো দেয়া হয়ে থাকে। স্কলারশিপের নামগুলোতে ক্লিক করলে ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
- Klagenfurt Scholarship
- University of Klagenfurt Technology Scholarships
- Dr. Erich Ciesciutti Scholarship
- Scholarship for academic excellence
- Support grant
- Degree completion scholarships
- Studienbeihilfe grants
- Language scholarship
এডমিশন নিয়ে বিস্তারিত পাবেন এই লিংকে-
https://www.aau.at/en/study/studying-at-aau/applying/admission-master-programme