English নিয়ে USA-র কিছু বিশ্ববিদ্যালয় বাদে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ফান্ডিংয়ের সুযোগ থাকে। এই ফান্ডিংগুলো বিশেষত ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য খুব ভালো সুযোগ। যেহেতু আমেরিকাতে ইংরেজি ভাষার উপর প্রচুর কোর্স থাকে, তাই একাডেমিয়াতে শিক্ষকের চাহিদা সবসময়ই থাকে। ভালো একাডেমিক স্কোর নিয়ে পড়াশোনা শেষ করে সহজেই একাডেমিয়াতে ঢুকে পরা যায়। তাছাড়া একাডেমিয়ার বাইরেও আরও নানারকম ক্যারিয়ার অপশন রয়েছে। তাই যারা ইংরেজি নিয়ে পিএইচডি করতে চাইছেন তাদের জন্য আমেরিকা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আজকে ৭টা বিশ্ববিদ্যালয়ের লিস্ট দিচ্ছি যেগুলো English-এর পিএইচডি প্রোগ্রামগুলোতে ফান্ড অফার করে থাকে। নিচে বিশ্ববিদ্যালয়গুলোর লিস্ট এবং বিস্তারিত জানার লিংকসহ পেয়ে যাবেন। এর আগে ইংলিশে ফান্ডেড মাস্টার্স করা যাবে এমন বিশ্ববিদ্যালয়ের লিস্ট দিয়েছিলাম। সেটাও নিচে পেয়ে যাবেন। আশা করি লিস্টগুলো থেকে সকলে অনেক উপকৃত হবেন।
University of Illinois- Chicago
আমেরিকাতে ইংরেজি নিয়ে মাস্টার্স করার ৫টি বিশ্ববিদ্যালয়
নন-স্টেমের অন্যান্য সাবজেক্টগুলোর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংকে-
বিদেশে ব্যাচেলর করতে চাইলে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
কানাডায় স্কলারশিপ সহ অনার্স কিভাবে করবেন-
https://youtu.be/otWGu7u5HXw?si=zLCYMDLVkrApob_s
আমেরিকায় আন্ডারগ্রেডে এডমিশন ও স্কলারশিপ-