স্টেম ফিল্ডের অন্যতম সাবজেক্ট Biochemistry-তে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর ফান্ডিংয়ের সুযোগ আছে। আমাদের দেশে যারা এই সাবজেক্টে অনার্স করে তাদের বেশিরভাগেরই প্ল্যান থাকে বাইরে উচ্চশিক্ষা ও গবেষণায় আসার। আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই এই সাবজেক্ট থেকে পড়াশোনা শেষ করে অনেক ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। আজকে এই সাবজেক্টের জন্য ৮টি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের লিস্ট দেব যেগুলো Biochemistry-তে ফুল-ফান্ডিংসহ মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে। নিচের লিস্টে বিশ্ববিদ্যালয়ের নামের সাথে প্রোগ্রাম ওয়েবসাইটও লিংক করে দিয়েছি। যারা আমেরিকায় Biochemistry থেকে আসতে চাচ্ছেন তারা প্রোগ্রামগুলোর বিস্তারিত দেখে রাখতে পারেন।
স্টেম ফিল্ডের জন্য এখন পর্যন্ত দেয়া অন্যান্য সকল সাবজেক্টের লিস্ট পাবেন এই ব্লগ লিংকে-
বিদেশে উচ্চশিক্ষায় আসতে শুরু থেকে সকল প্রস্তুতি নিয়ে জানুন এই লাইভ সেশন এবং ভিডিওগুলো থেকে-
ইউনিভার্সিটি খুঁজে বের করা ও প্রফেসরকে ইমেইল করার ইফেক্টিভ উপায়-
আমেরিকায় উচ্চ-শিক্ষা নিয়ে ২৫+ প্রশ্নের উত্তর-
GRE ভালো স্কোরের টেকনিক। ৩৩৩ স্কোর করা আরাফাত ইকরামের কাছে জানুন-
IELTS ব্যাসিক ও প্রতিটা মডিউলে ৮+ স্কোরের টিপস নিয়ে জানুন-
US State ডিপার্টমেন্টের স্পন্সরড স্টুডেন্ট একচেঞ্জ প্রোগ্রাম গুলোতে এপ্লিকেশন-CCI নিয়ে জানুন-
নারীদের উচ্চ শিক্ষাঃ সামাজিক ধারণা, চ্যালেঞ্জ ও বাস্তবতা-