Finance নিয়ে আমেরিকাতে বেশ ভালো ভালো সুযোগ আছে। অনেক বিশ্ববিদ্যালয় মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফান্ডিং দিয়ে থাকে। টিউশন ফি এবং লিভিং কস্ট সবকিছুই এই ফান্ডিংয়ে কাভার হয়ে যায়। এর আগে Finance নিয়ে ফান্ডিংসহ মাস্টার্স প্রোগ্রামের একটা লিস্ট দিয়েছিলাম (নিচে লিংক দিয়েছি)। আজকে Finance-এ আমেরিকাতে পিএইচডি প্রোগ্রামে ফুল-ফান্ডিং অফার করে এমন ৪টি বিশ্ববিদ্যালয়ের নাম এবং প্রোগ্রামের বিস্তারিত জানার লিংকসহ দিয়ে দিচ্ছি। যারা পিএইচডিতে আসতে চাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয় ৪টা দেখে রাখতে পারেন।
The University of Alabama- Tuscaloosa
আমেরিকার পাঁচ বিশ্ববিদ্যালয়ে Finance নিয়ে ফুল-ফান্ডেড মাস্টার্সের সুযোগ-
আমেরিকাতে মাস্টার্স করতে স্টেম এবং নন-স্টেমের বিভিন্ন সাবজেক্টের ফান্ডেড ইউনিভার্সিটি লিস্ট পাবেন এই ব্লগ লিংকগুলোতে-
কেমিস্ট্রি-
ম্যাথমেটিকস্-
MBA-
ইতিহাস-
পলিটিক্যাল সাইন্স-
অর্থনীতি-
Social Work-
Anthropology-
Philosophy-
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Finance নিয়ে আমেরিকাতে মাস্টার্স-