ইউরোপের দেশ মাল্টাতে অনেক শিক্ষার্থীই পড়াশোনা করতে যাবার স্বপ্ন দেখেন। এখানে অনেক বিশ্ববিদ্যালয়েই ফুল-ফান্ডিংয়ের ব্যবস্থা আছে। মাল্টার বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Malta-তে ফুল ফান্ডিংসহ মাস্টার্স এবং পিএইচডি করার খুব ভালো সুযোগ দিচ্ছে। যারা European Union অথবা EEA-র নাগরিক নন শুধু তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপটির জন্য খুব ভালো একাডেমিক স্কোর থাকতে হবে। তবে স্কলারশিপে আবেদনের আগে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। অফার লেটার পাবার পরই স্কলারশিপটিতে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা:
১। European Union অথবা EEA (European Economic Area)-এর অন্তর্গত নয় এমন যেকোন দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। চার বছরের ব্যাচেলর ডিগ্রী এবং খুব ভালো একাডেমিক স্কোর থাকতে হবে।
৩। ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে নিচের যেকোন একটি টেস্ট স্কোর থাকতে হবে-
- TOEFL- 95 (writing section minimum 24)
- IELTS- 6.5 (each section minimum 6.0)
- PTE- 71 (each section minimum 65)
৪। রিসার্চের অভিজ্ঞতা এবং রিসার্চ পাবলিকেশন থাকতে হবে।
স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। বিশ্ববিদ্যালয়ের Acceptance Letter.
২। CV/Resume
৩। Motivational Letter.
৪। Recommendation Letter.
৫। পাসপোর্টের কপি।
প্রাথমিকভাবে সিলেকশন হলে স্কলারশিপ সিলেকশন কমিটি একটা অনলাইন ইন্টারভিউ নেবেন। সিলেকশনের ক্ষেত্রে সাধারণত Research Proposal, Motivational Letter, ইন্টারভিউতে পারফর্মেন্স, বর্তমান আর্থিক অবস্থা ইত্যাদি বিচার-বিশ্লেষণ করে সিলেকশন করা হয়।
স্কলারশিপের সুবিধা:
এই স্কলারশিপটি শিক্ষার্থীর একাডেমিক অবস্থা, ইন্টারভিউতে পারফর্মেন্স ইত্যাদি সবকিছু যাচাই করে বিভিন্ন পার্সেন্টেজে প্রদান করা হয়। সাধারণত সবকিছু মিলিয়ে ৮০-১০০% স্কোর করতে পারলে ফুল টিউশন ফি ওয়েইভার এবং লিভিং কস্টও পাওয়া যায়। তবে এই স্কলারশিপে কোনো প্রকার যাতায়াত খরচ দেয়া হয় না। যারা শুধু টিউশন ওয়েইভার পায় তারা চাইলে অন্য কোনো Organizational Scholarship থেকে লিভিং কস্টের ব্যবস্থা করতে পারবে।
স্কলারশিপটিতে আবেদনের ডেডলাইন এবং আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে-
https://www.um.edu.mt/study/feesfunding/scholarships/masterresearchphd
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?
Swedish Institute Scholarship কি?
Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা
Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-
Study in USA as Fulbright Scholar
অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?
ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।
ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।
জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।
শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস
স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।