ইউরোপের দেশ অস্ট্রিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Vienna-তে নন-স্টেমের অনেক বিষয়ে ফান্ডিংসহ মাস্টার্স করার সুযোগ রয়েছে।
প্রোগ্রামসমূহ:
নিচে প্রোগ্রামগুলোর লিস্ট দিয়ে দিলাম। প্রোগ্রামগুলোতে ক্লিক করে ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
English Language and Linguistics
International Business Administration
Journalism and Communication Studies
Social and Cultural Anthropology
আবেদনের যোগ্যতা:
১। যে বিষয়ে আবেদন করতে চান সেই সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রি এবং কোর্সওয়ার্ক থাকতে হবে।
২। University of Vienna-তে প্রায় বেশিরভাগ বিষয়ে জার্মান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও পাঠদান করা হয়। তাই আবেদনের জন্য ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে Level-2 থাকতে হবে। অর্থাৎ IELTS- 6.5 এবং TOEFL- 87 থাকতে হবে।
৩। কয়েক কপি অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগে।
৪। এছাড়া প্রোগ্রাম অনুযায়ী আরও কিছু কাগজপত্র লাগতে পারে।
ফান্ডিংয়ের সুযোগ:
University of Vienna-তে টিউশন ওয়েইভারের ব্যবস্থা আছে। ভালো একাডেমিক স্কোর, জার্মান বা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকলে এই স্কলারশিপগুলো সহজেই পাওয়া যায়। সাধারণত আগে কোনো একটা প্রোগ্রামে এডমিট হয়ে তারপর স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। প্রোগ্রাম অনুযায়ী প্রায় ১২ হাজার ইউরো পর্যন্ত স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এছাড়া আরও কিছু স্কলারশিপের সুযোগ আছে যেগুলো টিউশন ফিসহ লিভিং কস্টও কাভার করে থাকে। যেমন:
- আর্নস্ট মাক গ্রান্ট ওয়ার্ল্ডওয়াইড স্কলারশিপ
- ইরাস্মাস মুন্ডাস
- অস্ট্রিয়ান এজেন্সি ফর এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন
- জয়েন্ট জাপান বিশ্বব্যাংক স্নাতক বৃত্তি
- হেলমুট ভিথ স্টাইপেন্ড ফর ওমেন ইন কম্পিউটার সায়েন্স
স্কলারশিপের পাশাপাশি অস্ট্রিয়াতে পার্ট-টাইম জব করেও সহজে লিভিং কস্ট কাভার করা যায়।
স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-