উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশগুলো বাংলাদেশী শিক্ষার্থীদের অনেকের কাছেই প্রথম পছন্দ। শিক্ষার মান, পড়াশোনা ও লিভিং কস্ট, পড়াশোনা শেষে চাকরি এরপর পিআর সব দিক দিয়েই ইউরোপ এগিয়ে। এজন্য বেশিরভাগ শিক্ষার্থীরাই ইউকে বা আমেরিকার পরে ইউরোপকেই টার্গেট হিসেবে রাখে। ইউরোপের দেশগুলো বিশেষ করে শেংগেনভুক্ত দেশগুলোতে আমেরিকার মতো হয়তো RA/TA/GA এসব ওয়ার্ক পজিশনের মাধ্যমে ফান্ডিংয়ের সুযোগ না থাকলেও, ইউরোপের অনেক দেশের বেশকিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে টিউশন ওয়েইভার, মান্থলি স্টাইপেন্ড, অ্যাওয়ার্ড এসব দেয়া হয়ে থাকে। এই স্কলারশিপগুলো সাধারণত মেরিটের ওপর অর্থাৎ ভালো একাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে প্রদান করা হয়। ইউরোপের দেশ অস্ট্রিয়ার এমনি ৬টি বিশ্ববিদ্যালয়ের লিস্ট নিচে দেয়া আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর প্রচুর স্কলারশিপ দেয়া হয়ে থাকে।
Johannes Kepler University Linz