কানাডার অনেক টপ বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স লেভেলে ফুল-ফান্ড অফার করা হয়। এই ফান্ডগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও পেয়ে থাকে। স্টেম এর পাশাপাশি অনেক নন-স্টেম প্রোগ্রামেও ফুল-ফান্ডিংয়ের সুযোগ রয়েছে। ফান্ডিংগুলো পেতে শুধু দরকার ভালো প্রিপারেশন, গোছানো এ্যাপ্লিকেশন আর ফান্ডিংগুলো কোন কোন বিশ্ববিদ্যালয় দিচ্ছে সেটার খবর। নিচে কানাডার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সাইন্স এবং বিজনেস ফ্যাকাল্টি থেকে এমন ৬টি মাস্টার্স প্রোগ্রামের লিংক দিয়েছি যেগুলোতে ফুল-ফান্ডিং নিয়েই ডিগ্রি শেষ করা যাবে। যারা কানাডাতে আসতে আগ্রহী তাদের এই লিস্টটা খুব কাজে দিবে বলে আশা করছি।
Master’s in Business Administration at Brock University
M.A. in Gender Studies from Queen’s University- Canada
Master’s in Criminology at University of Ottawa – Canada
Master’s in Law at University of Alberta
Master’s in Law at the University of Toronto
Master’s Program in Law University of British Columbia
সোস্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
কানাডার উচ্চশিক্ষা নিয়ে আরও জানতে চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন-
কানাডায় মাস্টার্স ও ক্যারিয়ার গড়ার বিস্তারিত উপায়- https://youtu.be/GGyzdR5Kv3M
কানাডায় PR (Permanent Residentship) কিভাবে পাওয়া যায়? স্টুডেন্ট হিসেবে সুযোগ গুলো কি কি?- https://youtu.be/p2Puv0ezdjs