Nanyang Technological University (NTU) হল সিঙ্গাপুরের খুব নামকরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিশ্বের নামকরা ৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের শিক্ষার্থীদের জন্য এখানে বিভিন্ন সাবজেক্টে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে ফুল-ফান্ড নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বর্তমানে তাদের ফুল-ফান্ডেড অনার্স প্রোগ্রাম চালু আছে।
স্কলারশিপের সুবিধাসমূহ:
১। ফুল-ফ্রি টিউশন সুবিধা দেয়া হয়। তবে Biomedical Sciences এবং Chinese Medicine Program- এর ক্ষেত্রে ফুল-ফ্রি টিউশন সুবিধা শুধু তিন বছরের জন্য দেয়া হয়ে থাকে।
২। মাসিক খরচের জন্য বেশ ভালো একটা স্টাইপেন্ড দিয়ে থাকে।
৩। এছাড়া বাসা ভাড়া বা থাকার জন্যও অতিরিক্ত ভাতা দেয়া হয়ে থাকে।
৪। যাতায়াত বাবদ খরচ দেয়া হয়।
৫। কম্পিউটার কেনার জন্যও এককালীন ভাতা দিয়ে থাকে।
আবেদনের যোগ্যতা:
১। ভালো একাডেমিক স্কোর।
২। বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে পারদর্শিতা।
৩। ইংরেজি ভাষা দক্ষতা।
৪। লিডারশিপে ভালো দক্ষতা।
৫। স্কলারশিপে আবেদন করাকালীন অন্যকোনো স্কলারশিপ, ফেলোশিপ বা স্টুডেন্ট লোনের সাথে সংযুক্ত থাকা যাবে না।
৬। বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপে আবেদনের জন্য এ্যাপ্রুভাল থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। অনলাইনে ভর্তি ফরম পূরণ।
২। অনলাইনে স্কলারশিপ ফরম পূরণ।
৩। রেকমেন্ডেশন লেটার।
৪। পাসপোর্ট।
৫। পাসপোর্ট সাইজের ছবি।
৬। SOP (Statement of Purpose)
৭। অনলাইন ইন্টারভিউ।
৮। আবেদন ফি- ৩০ সিঙ্গাপুর ডলার।
যেসব ফ্যাকাল্টিতে পড়ার সুযোগ আছে-
১। Accountancy and Business
২। Art, Design and Media
৩। Communication Studies
৪। Education
৫। Engineering
৬। Humanities
৭। Medicine
৮। Social Science
৯। Sport Science
অনার্স প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ:
৩১ ডিসেম্বর, ২০২৫
এছাড়া Nanyang Technological University (NTU) থেকে মাস্টার্স এবং পিএইচডি লেভেলেও বিভিন্ন স্কলারশিপ দেয়া হয়ে থাকে-
- Nanyang President’s Graduate Scholarship
- Provost Graduate Award
- NTU Research Scholarship
- Singapore International Graduate Award (SINGA)
স্নাতকের স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ভিজিট করুন-
https://www.ntu.edu.sg/admissions/undergraduate/scholarships/nanyang-scholarship
মাস্টার্স এবং পিএইচডির স্কলারশিপগুলো নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
https://www.ntu.edu.sg/admissions/graduate/financialmatters/scholarships
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?
Swedish Institute Scholarship কি?
Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা
Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-
Study in USA as Fulbright Scholar
অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?
ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।
ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।
জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।
শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস
স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।