নন-স্টেম সাবজেক্টগুলোর মধ্যে Arts Faculty-তে ফান্ডিং কম দেয়া হয়- এই ধারণাটি অনেক প্রচলিত। কিন্তু আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়েই আর্টস ফ্যাকাল্টির অনেক সাবজেক্টে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফান্ডিং পাবার বেশ ভালো সুযোগ রয়েছে। তেমনই কিছু সুযোগ দিচ্ছে আমেরিকার Ohio University. আর্টস ফ্যাকাল্টি থেকে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১টি সাবজেক্টে মাস্টার্স এবং ২টি সাবজেক্টে পিএইচডি প্রোগ্রামে ফান্ডিং দিয়ে থাকে। নিচে কোর্সগুলোর বিস্তারিত তথ্য এবং সাবজেক্টগুলোর তালিকাসহ দেয়া হল। যারা ভাবছেন আর্টস ফ্যাকাল্টি থেকে ফান্ডিং পাওয়া যায় না, এই লিস্টটি তাদের জন্য।
পিএইচডি:
আর্টস ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-
বিদেশে ব্যাচেলর করতে চাইলে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
কানাডায় স্কলারশিপ সহ অনার্স কিভাবে করবেন-
https://youtu.be/otWGu7u5HXw?si=zLCYMDLVkrApob_s
আমেরিকায় আন্ডারগ্রেডে এডমিশন ও স্কলারশিপ-
আর্টস ব্যাকগ্রাউন্ডের আরও তথ্য জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
Arabic Department থেকে ব্রুনাইতে উচ্চশিক্ষা নিয়ে জানুন-
Economics এবং Theology থেকে তুরস্কে সরকারী বুরসলারি স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডি-