University of Missouri ১৮৩৯ সালের ১১ই ফেব্রুয়ারিতে আমেরিকার Columbia, Missouri-তে প্রতিষ্ঠা করা হয়। এটি বর্তমানে R1 রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়ে ৩০০টির উপরে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে। US News অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান বর্তমানে ১২৪তম।
ক্যাম্পাসসমূহ:
University of Missouri-র বর্তমানে ৪টি ক্যাম্পাস রয়েছে।
- University of Missouri (MU or Mizzou)
- University of Missouri–Kansas City (UMKC)
- Missouri University of Science and Technology (Missouri S&T)
- University of Missouri–St. Louis (UMSL)
নন-স্টেমের গ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহ:
মাস্টার্স প্রোগ্রাম:
- Accountancy
- American Law
- Ancient Mediterranean Studies
- Anthropology
- Atlantic History and Politics
- Communication
- Economics
- Educational, School and Counseling Psychology
- English
- Geography
- German
- History
- Human Development and Family Science
- Journalism
- Learning, Teaching & Curriculum
- Music
- Public Affairs
- Romance Languages with French Emphasis
- Rural Sociology
- Russian and Slavonic Studies
- Social Work
- Special Education
- Theatre
- Visual Studies
পিএইচডি প্রোগ্রাম:
- Accountancy
- Ancient Mediterranean Studies
- Anthropology
- Business Administration
- Communication
- Economics
- Educational Leadership & Policy Analysis
- Educational, School and Counseling Psychology
- English
- History
- Journalism
- Learning, Teaching & Curriculum
- Music
- Philosophy
- Political Science
- Psychology
- Public Affairs
- Rural Sociology
- Social Work
- Sociology
- Special Education
- Theatre
- Visual Studies
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
২। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। ইংরেজি ভাষা দক্ষতার জন্য নিম্নোক্ত যেকোন একটা টেস্ট স্কোর থাকতে হবে।
- IELTS Academic- 6.5 (all section 6.0)
- TOEFL Internet-based- 80 (all section 17)
- PTE- 59
- Duolingo- 115
৪। Recommendation Letters.
৫। Essay.
৬। Statement of Purpose.
৭। Writing Sample (optional).
৮। GRE score (optional).
৯। Academic Transcript.
১০। Sample of Art Work (if required).
ফান্ডিং এবং স্কলারশিপ:
১। Assistantships:
Graduate Assistantship গুলো শিক্ষার্থীদের প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ট্রেইনিং এবং আর্থিক সহায়তা ইত্যাদি ক্ষেত্রে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে। Assistantship পেলে টিউশন ফিসহ লিভিং এবং অন্যান্য খরচও কাভার করা যায়। এগুলোর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা দেয়া হয়। এগুলো মূলত কোনো একাডেমিক, গবেষণা অথবা অফিসিয়াল দায়িত্ব পালনের বিনিময়ে শিক্ষার্থীদের প্রদান করা হয়। University of Missouri-তে নিম্নোক্ত পদগুলোতে Assistantship নিয়োগ দেয়া হয়-
- Graduate Research Assistant
- Graduate Teaching Assistant
- Graduate Instructor
- Graduate Library Assistant
- Graduate Fellow
২। External Fellowships:
এই ফেলোশিপগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন পাবলিক অথবা প্রাইভেট ফান্ড থেকে শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। ফেলোশিপগুলো বেশ প্রেসটিজাস এবং ভালো এমাউন্টের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
৩। MU Fellowships:
University of Missouri-র নিজস্ব ফান্ড থেকে এই ফেলোশিপ দেয়া হয়। ফেলোশিপটি পাবার জন্য অবশ্যই University of Missouri-তে ফুল-টাইম গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হবে। সাধারণত ভালো একাডেমিক স্কোরের ভিত্তিতে এই ফেলোশিপ প্রদান করা হয়।
৪। MU Graduate School Awards and Travel Scholarships:
গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য University of Missouri-তে প্রচুর Awards এবং Scholarship-এর ব্যবস্থা রয়েছে। এগুলোর কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে, আবার কিছু পাবলিক বা প্রাইভেট ফান্ড থেকেও প্রদান করা হয়। এগুলো মেরিট বেইসড হয় এবং এককালীন, আবার অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী হিসেবেও দেয়া হয়। পিএইচডি শিক্ষার্থীদের তাদের গবেষণা কার্যক্রমের জন্য প্রচুর পরিমাণে Awards দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরও জানতে পারবেন এই লিংক থেকে-
প্রোগ্রামগুলো নিয়ে জানতে পারবেন এখানে-
ফান্ডিংয়ের বিস্তারিত তথ্য আছে এখানে-
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc