Aga Khan Development Network বিশ্বের প্রায় ৩০টি উন্নয়নশীল দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিয়ে কাজ করছে। এর বর্তমান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এই ডেভেলাপমেন্ট এজেন্সির শিক্ষা ট্রাস্ট থেকেই এই স্কলারশিপটি দেয়া হয়ে থাকে। সাধারণত ফুল-টাইম মাস্টার্স শিক্ষার্থীদের এই স্কলারশিপে বেশি প্রাধান্য দেয়া হয়। তবে পিএইচডি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। পিএইচডি শিক্ষার্থী হলে এই অর্থ শুধুমাত্র প্রথম দুই বছর পাবে।
স্কলারশিপটি মূলত ৫০ ভাগ Award এবং বাকি ৫০ ভাগ লোন হিসেবে দেয়া হয়। অর্থাৎ কোনো একটি প্রোগ্রামে মাস্টার্স করতে যতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন তার মধ্যে অর্ধেক স্কলারশিপ হিসেবে এবং বাকি অর্ধেক লোন হিসেবে দেয়া হয়। একজন শিক্ষার্থী বাৎসরিক ৫% সার্ভিস চার্জসহ ৫০ ভাগ লোনের অর্থ প্রোগ্রাম শুরু হবার পরে ৫ বছরের মধ্যে ফেরত দিতে পারবে। এই স্কলারশিপটি মেরিট, নিড দুইভাবেই দেয়া হয়। স্কলারশিপে যা অর্থ দেয়া হবে তা শুধুমাত্র টিউশন ফি কাভার করবে; লিভিং এবং অন্যান্য খরচ কাভার করে না।
যে সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে:
- Afghanistan
- Bangladesh
- Egypt
- India
- Kenya
- Kyrgyz Republic
- Madagascar
- Mozambique
- Pakistan
- Syria
- Tajikistan
- Tanzania
- Uganda
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। US, UK, France এবং Canada-র যেকোন বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
৩। বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।
৪। অনেক ভালো একাডেমিক স্কোর থাকতে হবে।
৫। আর্থিক অসচ্ছলতার প্রমাণপত্র।
৬। AKF office/Aga Khan Education Services/Boards যেকোন একটি প্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা অবশ্যই জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
২০২৪-২০২৫ সালের জন্য আবেদন ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হবে।
স্কলারশিপ প্রোগ্রামটি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে-
https://the.akdn/en/what-we-do/developing-human-capacity/education/international-scholarships
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-
চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?
Swedish Institute Scholarship কি?
Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ
তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা
Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-
Study in USA as Fulbright Scholar
অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?
ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।
ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।
জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।
শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস
স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।