Wright State University এর গ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ মেধা-ভিত্তিক এবং প্রতি শিক্ষাবর্ষের জন্য একাডেমিক মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। স্কলারশিপের মূল্য বার্ষিক $2,500 থেকে $5,000 পর্যন্ত। শিক্ষার্থীরা ফুল টাইম স্টাডির জন্য টোটাল 4 সেমিস্টারে এই স্কলারশিপগুলি পেতে পারে, যতক্ষণ পর্যন্ত তারা স্কলারশিপের নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করবে। আন্ডারগ্র্যাজুয়েট সিজিপিএ 2.7-2.9 হলে বার্ষিক $2,500 এবং 3.0 বা তার বেশি হলে বার্ষিক $5,000 স্কলারশিপ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এই স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়, আলাদা করে কোন আবেদনের প্রয়োজন নেই। তবে স্টুডেন্টদের অবশ্যই F1 ভিসা থাকতে হবে এবং ফুল টাইম এনরোলড হতে হবে।
স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত রয়েছে নিচের লিংকে-
নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ লিংকে-
আমেরিকাতে নন-স্টেমের সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন-
MBA নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-
সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-