আমেরিকাতে পড়াশোনার ক্ষেত্রে ফান্ডিং পাওয়া অনেক বড় একটা ফেক্টর। বিশেষত আন্ডারগ্রেডে ফান্ডিং পাওয়াটা বেশ কঠিন। কেননা এই বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি সহ আরও অনেক খরচ মিলিয়ে গুনতে হয় বেশ বড় এমাউন্ট যা বেশিরভাগ স্টুডেন্টদের জন্য বহন করা প্রায় অসম্ভব। তবে আশার কথা হল পড়াশোনার খরচ বেশি হলেও আমেরিকাতে এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি বছরই আন্ডারগ্রেডের জন্য অনেক বড় এমাউন্টের একটা ফান্ডিং সুবিধা দিয়ে থাকে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় আমেরিকাতে এমন ১৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো আন্ডারগ্রেডে সব চাইতে বেশি ফান্ডিং অফার করছে। তাই যারা আন্ডারগ্রেডে USA-তে আসতে চায় তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো বেশ ভালো অপশন হতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৫টিই নিড-বেইজড এবং ৫টি বিশ্ববিদ্যালয় মেরিট-বেইজড ফান্ডিং হিসেবে স্টুডেন্টদের আর্থিক সহায়তা দেয়। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি এভারেজে $৭৩,০০০ ডলার পর্যন্ত ফান্ডিং প্রদান করে থাকে। নিচে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেয়া হল-
1. Wellesley College
2. Haverford College
3. Washington and Lee University
4. Wesleyan University
5. Dartmouth College
6. Duke University
7. Stanford University
8. Amherst College
9. Vassar College
10. Barnard College
11. Yale University
12. Skidmore College
13. Williams College
14. Swarthmore College
15. Harvard University
Source: USnewsdotcom
আন্ডারগ্রেড নিয়ে আরও পড়তে পারেন আমার এই ব্লগপোস্টগুলোতে-
দেশের বাইরে আন্ডারগ্রেডে যাবার জন্য আমার করা এই লাইভ সেশনগলো দেখে নিতে পারেন
কানাডায় স্কলারশিপ সহ অনার্স কিভাবে করবেন?
আমেরিকায় আন্ডারগ্রেডে এডমিশন ও স্কলারশিপ
তুরস্কের সরকারি স্কলারশিপ বুরসলারি সহ তুরস্কে অনার্স
SAT প্রস্তুতি এবং বাংলা মিডিয়াম থেকে আমেরিকায় আন্ডারগ্রেড