University of Miami আমেরিকার একটি প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি। ১৯২৫ সালের ৮ই এপ্রিল Coral Gables, Florida-তে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১২টি কলেজ এবং স্কুল রয়েছে যেগুলো প্রায় ৩৫০টি একাডেমিক প্রোগ্রাম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টিতে ১৩৮টি আন্ডারগ্রেড, ১৪০টি মাস্টার্স এবং ৬৭টি ডক্টোরাল প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়া অনার্স, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে বেশ কিছু ফান্ডিং সুবিধাও আছে। US News-এর তথ্য অনুযায়ী আমেরিকার জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে University of Miami-র অবস্থান ৫৫তম।
নন-স্টেমের গ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহ-
মাস্টার্স প্রোগ্রাম:
- Accountancy
- Anthropology
- Business Administration
- Business Analytics
- Communication for Global Social Change
- Communication Studies
- Community and Social Change
- Composition
- Counseling
- Creative Writing
- Digital Arts and Sound Design
- Documentary
- Education and Social Change
- Finance
- Global Health and Society
- Health Sector Management and Policy
- Higher Education Administration
- Instrumental Conducting
- Instrumental Jazz Performance
- Instrumental Performance
- Interactive Media
- International Administration
- International Business
- International Studies
- Jazz Composition
- Jazz Pedagogy
- Journalism
- Keyboard Performance
- Keyboard Performance and Pedagogy
- Latin American Studies
- Leadership
- Liberal Studies
- Live Entertainment Management
- Media Management
- Media Scoring and Production
- Motion Pictures
- Multiple Woodwinds
- Music Industry
- Music Education
- Music Therapy
- Musicology
- Philosophy
- Public Administration
- Public Health
- Public Policy
- Public Relations
- Special Education
- Sport Administration
- Studio Art
- Studio Jazz Writing
পিএইচডি প্রোগ্রাম:
- Accounting
- Finance
- Management
- Management Science
- Marketing
- Communication
- Community Well-Being
- Counseling Psychology
- Economics
- English
- History
- Literary, Culture and Linguistic Studies
- Music Education
- Philosophy
- Sociology
- Teaching and Learning
আবেদনের যোগ্যতা:
১। ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি
২। সবনিম্ন সিজিপিএ ৩.০০
৩। ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে নিম্নোক্ত টেস্ট স্কোরগুলোর যেকোন একটি থাকতে হবে-
- TOEFL- 550(PBT)/80(IBT)
- IELTS- 6.5
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- Academic Transcript
- Language Test Scores
- GRE/GMAT Scores
- Three Letters of Recommendation
- Statement of Purpose
- Writing Sample
উপরোক্ত যোগ্যতা এবং ডকুমেন্টসগুলো প্রোগ্রাম অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে।
ফান্ডিং এবং স্কলারশিপ:
1. Assistantships:
University of Miami-তে প্রায় সব বিভাগ থেকেই Graduate, Research এবং Teaching Assistantship প্রদান করা হয়। এই ফান্ডিংগুলো পাওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভালো একাডেমিক স্কোর, ভালো IELTS/GRE score, জব এক্সপেরিয়েন্স, পাবলিকেশন, টিচিং এক্সপেরিয়েন্স ইত্যাদি মুখ্য ভূমিকা পালন করে। Assistantship পেলে ফুল টিউশন ফি ওয়েইভার করা হয়। এছাড়া মান্থলি স্টাইপেন্ড, হেলথ ইন্সুরেন্সসহ আরো অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।
2. Graduate School Fellowships and Scholarships:
মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ফেলোশিপের সুযোগ রয়েছে। এই ফেলোশিপগুলো শুধু ফুল-টাইম গ্র্যাজুয়েট শিক্ষার্থীদেরই দেয়া হয়ে থাকে। ফেলোশিপগুলোর অধীনে টিউশন ওয়েইভার, স্টাইপেন্ড, হেলথ ইন্সুরেন্সসহ আরো কিছু সুবিধা রয়েছে। ফেলোশিপগুলো হলো-
- Dean’s Fellowship
- Dean’s Fellow Travel Support
- UM Fellowship
- Maytag Fellowship
- Stanley, Sam and Clara Schreiber Scholarship
- Dissertation Fellowship
- McKnight Doctoral and Dissertation Fellowships
- McKnight Fellow Travel Support
- Graduate Student Travel Support
- Wulkan Scholarship
3. External Fellowships and Scholarships:
এই ফেলোশিপগুলো বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এগুলো সাধারণত এককালীন প্রদান করা হয়। এই ফান্ডিংগুলোর মাঝে কয়েকটি টিউশন অ্যাসিসটেন্স প্রোগ্রাম রয়েছে যা টিউশন ফি কাভার করতে সহায়তা করে।
4. Departmental Scholarships:
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো University of Miami-তেও Departmental Scholarships পাওয়ার সুযোগ আছে। এই স্কলারশিপগুলো শুধুমাত্র নির্দিষ্ট বিভাগের ফুল-টাইম গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রদান করা হয়। স্কলারশিপগুলো শিক্ষার্থীদের এককালীন হিসেবে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে-
ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে-
https://www.grad.miami.edu/about/costs-fellowships-and-other-funding/index.html
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc