Arizona State University আমেরিকার একটি বিখ্যাত পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। অ্যারিজোনা স্টেটের Tempe-তে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এখানে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এনরোলমেন্ট হয়ে থাকে। ১৮৮৫ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমেরিকার ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে বর্তমানে এর অবস্থান ১২১তম।
ক্যাম্পাসসমূহ-
Arizona State University-তে মোট চারটি ক্যাম্পাস রয়েছে।
- Tempe Campus
- West Campus
- Polytechnic Campus
- Downtown Phoenix Campus
নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ-
- Accountancy
- American Studies
- Applied Ethics
- Art
- Art Education
- Art History
- Asian Languages
- MBA
- Business Analytics
- Classical Liberal Education and Leadership
- Communication Studies
- Interdisciplinary
- Digital Media
- Conducting
- Counseling
- Creative Enterprise and Cultural Leadership
- Creative Writing
- Criminal Justice
- Curriculum and Instruction
- Dance
- Design
- Digital Culture
- Early Childhood Education
- Education
- Educational Leadership
- Educational Policy
- Elementary Education
- Emergency Management and Homeland Security
- English
- English Education
- Ethnomusicology
- Finance
- Gender, Women and Sexuality Studies
- Indigenous Education
- International Affairs and Leadership
- Investigative Journalism
- Museum Studies
- Music
- Philosophy
- Political Science
- Public Administration
- Public Policy
- Religious Studies
- Secondary Education
- Social Justice and Human Rights
- Social and Cultural Pedagogy
- Sociology
- Spanish
- Theatre
নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ-
- Accountancy
- Anthropology
- Applied Linguistics
- Communication
- Community Resources and Development
- Comparative Culture and Language
- Counseling Psychology
- Criminology and Criminal Justice
- Design, Environment and the Arts
- East Asian Languages and Civilization
- Economics
- Educational Policy and Evaluation
- Educational Technology
- English
- Family and Human Development Finance
- Gender Studies
- Journalism and Mass Communication
- Justice Studies
- Linguistics and Applied Linguistics
- Music
- Philosophy
- Political Science
- Public Administration and Policy
- Religious Studies
- Social Work
- Sociology
- Spanish
- Theatre
আবেদনের যোগ্যতা:
১। মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং পিএইচডির ক্ষেত্রে মাস্টার্সে ন্যূনতম ৩.০০ থাকা লাগবে।
২। ইংরেজিতে দক্ষতার ক্ষেত্রে নিম্নেবর্ণিত যেকোন একটি টেস্টের স্কোর থাকতে হবে-
- IELTS: 6.5 or better (all bands 6.5 or better)
- TOEFL: iBT- 80 or better
- Duolingo- 105
- PTE-60
উপরোক্ত যোগ্যতাগুলো ডিপার্টমেন্ট ভিত্তিক কমবেশী হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- Official Academic Transcript (evaluated by NACES)
- Three Recommendation Letters
- Personal Statement of Purpose
- Writing Sample (required or optional)
- CV/Resume
- GRE score (required or optional)
ফান্ডিং এবং স্কলারশিপসমূহ:
1. Assiatantships
বিভিন্ন বিভাগ থেকে Assistantship হিসেবে তিনভাবে ফান্ড প্রদান করা হয়ে থাকে- Teaching Assistantship, Research Assistantship এবং Graduate Assistantship. এই Graduate Appointments গুলো পেলে একজন শিক্ষার্থীকে Undergraduate-এর বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে Full Tuition fee waiver দেয়া হয়ে থাকে। এছাড়াও ভালো এমাউন্টের স্টাইপেন্ড এবং স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স সহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই Appointments গুলো প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভালো CGPA, minimum English Proficiency, GRE score, University Level Teaching-এ পূর্ব অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি বিবেচনা করা হয়ে থাকে।
2. Graduate College Fellowships and Awards:
Arizona State University থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো Graduate Fellowships প্রদান করা হয়ে থাকে। এই ফেলোশ্পগুলোতে একজন শিক্ষার্থী ফুল টিউশন ফি ওয়েইভারসহ অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক এ্যাওয়ার্ড পাবার সুযোগ রয়েছে। এই স্কলারশিপ বা এ্যাওয়ার্ডগুলো সাধারণত এককালীন হয়ে থাকে।
ইউনিভার্সিটি এবং প্রোগ্রামগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে নিচের লিংক ভিজিট করুন-
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
নন-স্টেম নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে-
https://www.youtube.com/@TaninZaid