নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে সুইডেন উচ্চশিক্ষার জন্য বহুল আলোচিত একটি দেশ। উচ্চমানের শিক্ষাব্যবস্থা এবং বিশ্বসেরা গবেষণার জন্য দেশটি বর্তমানে উচ্চশিক্ষায় অনেক এগিয়ে। পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ, অন্যান্য দেশের তুলনায় সহজে পিআর, লো টিউশন ফি এবং স্কলারশিপ সুবিধা থাকার কারণে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য সুইডেন একটি ভালো অপশন হতে পারে। এই ব্লগে সুইডেনে উচ্চশিক্ষায় যেতে সকল প্রয়োজনীয় তথ্য কোথায় এবং কীভাবে পাবেন তার একটি বিস্তর আলোচনা করেছি। চলুন দেখে নেয়া যাক সুইডেনের উচ্চশিক্ষার রিসোর্সগুলো।
ফেসবুক গ্রুপ:
Bangladeshi Students in Sweden
Study in Sweden (Bangladeshi Student)
আপনি যদি সুইডেনের উচ্চশিক্ষার ব্যাসিক বিষয়গুলো নিয়ে একদমই না জেনে থাকেন তবে এই গ্রুপ দুটো ফলো করবেন। গ্রুপের আগের পোস্টগুলো সার্চ করে করে পড়ে ফেলবেন। এতে ব্যাসিক বিষয়গুলো নিয়ে পূর্ণ ধারণা পাবেন। এছাড়া ফাইল সেকশনের সবগুলো পোস্ট পড়ে দেখার চেষ্টা করবেন। আর যেকোন প্রশ্ন থাকলে গ্রুপ রুলস মেনে পোস্ট করে জেনে নেবার সুযোগতো থাকছেই।
ইউটিউব চ্যানেল এবং লাইভ সেশন:
সুইডেনের উচ্চশিক্ষা নিয়ে আরো বিস্তারিত ধারণা পাবেন এই ইউটিউব চ্যানেল থেকে। এছাড়া সুইডেনের লাইফস্টাইল নিয়েও অনেক তথ্য আছে এখানে। ভিডিওগুলো দেখতে পারেন। কাজে দিবে।
Swedish Institute Scholarship কি? কিভাবে পাবেন? টিপস ও ট্রিক্স।
সুইডেনের অনেক পরিচিত একটি সরকারি স্কলারশিপ হল Swedish Institute Scholarship. এই লাইভ সেশনে আমি এই স্কলারশিপ নিয়ে সকল বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। চাইলে দেখতে পারেন।
স্কলারশিপ ওয়েবসাইট:
Blenkinge Institute of Technology Scholarship Programme
University of Borås Tuition Fee Waivers
Halmstad University Scholarships
Karolinska Institutet Global Master’s Scholarship
Kristianstad University Scholarships
এই লিংকগুলো হল সুইডেনের সব পপুলার সরকারি স্কলারশিপের। এখানে স্কলারশিপগুলোতে আবেদনসহ সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
বর্তমানে সুইডেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আমেরিকা বা কানাডার থেকে কোনো অংশেই কম নয়। কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকেই ইচ্ছা থাকলেও সুইডেনের মতো দেশগুলোতে উচ্চশিক্ষায় আগাতে পারেন না। আশা করছি আজকের এই পোস্টটা অনেকের কাজে দিবে।
অন্যান্য দেশের ফ্রি-রিসোর্সগুলো পাবেন এই ব্লগ লিংক থেকে-
Swedish Institute Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-