আমেরিকার আইডাহো স্টেটের বয়সে সিটির একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হল Boise State University. ১৯৩২ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি আমেরিকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যা গবেষণা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে স্টেম এবং নন-স্টেম মিলিয়ে ১০০ টিরও বেশি গ্র্যাজুয়েট প্রোগ্রাম রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি অনার্স, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য অনেক ফান্ডিংয়ের সুযোগ দিয়ে থাকে। US News অনুযায়ী Boise State University আমেরিকার ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে ৩৩১-৪৪০ রাঙ্কের মধ্যে অবস্থান করছে।
নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ-
- Accountancy
- Anthropology
- Visual Arts
- Business Administration
- Counseling
- Criminal Justice
- Education, Curriculum and Instruction
- Elementary Education
- Secondary Education
- Educational Leadership
- Special Education
- Early and Special Education
- Economics
- Educational Technology
- History
- Interdisciplinary Studies
- Kinesiology
- Education, Language, Literacy, and Culture
- Music
- Political Science
- Public Administration
- Social Work
- Creative Writing
নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ-
- Counselor Education and Supervision
- Educational Technology
- Public Policy and Administration
আবেদনের যোগ্যতা-
১। মাস্টার্স বা পিএইচডি উভয়ক্ষেত্রেই ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
২। মাস্টার্সের ক্ষেত্রে চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
৩। ইংরেজি ভাষা দক্ষতায় নিচের টেস্ট স্কোরগুলোর যেকোন একটি থাকতে হবে-
- IELTS- 6.5
- TOEFL- 550
প্রোগ্রাম অনুযায়ী উল্লিখিত যোগ্যতাগুলো কমবেশি হতে পারে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
- Official Academic Transcript
- Resume/CV
- Letter of Intent/Cover Letter
- Recommendation Letters
- IELTS/TOEFL/GRE/GMAT scores
- Essay/Writing Sample
স্কলারশিপ এবং ফান্ডিংসমূহ-
1. Graduate Assistantships:
প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রতি Fall ও Spring সেমিস্টারে TA/RA/GA প্রদান করা হয়ে থাকে। এই GAship পেলে একজন শিক্ষার্থী মাসিক বা বাৎসরিক স্টাইপেন্ড, স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স এবং ফুল Tuition Fee Waiver সহ আরো সুযোগ সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে 20 ঘন্টা বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এই Assistantship পাওয়ার জন্য ভালো CGPA score, GMAT/GRE score এবং যোগাযোগ দক্ষতা বোনাস হিসেবে কাজ করবে।
2. Graduate Fellowships:
Boise State University থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের Fall ও Spring সেমিস্টারে Graduate Fellowships প্রদান করা হয়ে থাকে। এই ফেলোশিপের অধীনে Ethel C. Chapman Trust থেকে একজন শিক্ষার্থী ফুল Tuition Fee waiver এবং প্রতি বছর ভালো এমাঊন্টের স্টাইপেন্ড সুবিধা পেয়ে থাকে। ফেলোশিপটি পেতে হলে CGPA 3.5 এবং ফুল-টাইম গ্রাজুয়েট হিসেবে ভর্তি হতে হবে।
3. Departmental Scholarships:
Boise State University এর অধীনে Department ভিত্তিক অনেকগুলো Scholarship পাবার সুযোগ রয়েছে। এই Scholarship গুলোতে আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে ইউনিভার্সিটিতে রিলেভেন্ট সাবজেক্টে ফুল-টাইম হিসেবে ভর্তি হতে হবে। এছাড়াও Minimum Undergrad CGPA 3.00 থাকতে হবে। প্রতি বছর ভালো এমাউন্টের স্টাইপেন্ডসহ আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।
4. COBE Scholarships:
এই Scholarship টিতে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে ফুল-টাইম Graduate হিসেবে ভর্তি হতে হবে এবং Minimum Undergrad CGPA 3.00 থাকতে হবে । তবে কিছু COBE Scholarship এর ক্ষেত্রে Admission Criteria ভিন্ন হতে পারে। প্রতি বছর Spring সেমিস্টারে এই Scholarship টি প্রদান করা হয়ে থাকে।
5. Gem Scholarship for Graduate Students:
Gem Scholarship ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটি Merit-based Scholarship সুবিধা। এই Scholarship এর অধীনে একজন শিক্ষার্থীকে ফুল-টাইম Graduate হিসেবে ভর্তি হতে হবে এবং প্রতি বছর Scholarship টি Renew করতে হবে। Scholarship টিতে আবেদনের জন্য Minimum Undergrad CGPA 3.30 থাকতে হবে ।
ইউনিভার্সিটি এবং প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে-