University of Alabama আমেরিকার Alabama স্টেটের সবথেকে প্রাচীন এবং সবচেয়ে বড় পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটি Alabama স্টেটের Tuscaloosa-তে অবস্থিত। ১৮২০ সালের ১৮ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। স্টেম প্রোগ্রামের পাশাপাশি এখানে বেশ কয়েকটি নন-স্টেম প্রোগ্রামেও ফান্ডসহ অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করার সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে আমেরিকার ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি ১৩৭ তম হিসেবে অবস্থান করছে (according to US news).
নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ:
- American Studies
- Anthropology
- Art History
- Studio Art (MA & MFA)
- Criminology & Criminal Justice
- Creative Writing
- English
- Women Studies
- History
- German
- Romance Languages
- Music
- Political Science
- Public Administration
- Religion in Culture
- Dance
- Theatre
- Accounting
- Tax Accounting
- Business Administration
- Economics
- Finance
- Business Analytics
- Management
- Marketing
- Advertising Public Relations
- Communication Studies
- Journalism and Media Studies
- Book Arts
- Library and Information Studies
- Elementary Education
- Secondary Education
- Educational Leadership
- Higher Education Administration
- Instructional Technology
- Counselor Education
- Educational Psychology
- Kinesiology
- Special Education
- Interdisciplinary
- Health Studies
- Social Work
নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ:
- Anthropology
- English
- History
- Romance Languages
- Political Science
- Psychology
- Accounting
- Economics
- Finance
- Management
- Marketing
- Curriculum and Instruction
- Educational Leadership
- Higher Education Administration
- Instructional Leadership
- Counselor Education
- Educational Psychology
- Educational Research
- School Psychology
- Kinesiology
- Special Education
- Interdisciplinary
- Social Work
আবেদনের যোগ্যতা:
১। মাস্টার্স এবং পিএইচডিতে আবেদনের জন্য ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
২। মাস্টার্সে আবেদনের ক্ষেত্রে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
৩। ইংরেজি ভাষা দক্ষতায় নিম্নের যেকোন একটি টেস্ট স্কোর থাকতে হবে-
- TOEFL (iBT)- 79
- IELTS- 6.5
- Duolingo- 105
- PTE- 59
উল্লিখিত যোগ্যতাগুলো প্রোগ্রাম অনুযায়ী আলাদা আলাদা হতে পারে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- Online Application Form
- Application Fee
- Official Academic Transcript
- Statement of Purpose
- Letters of Recommendation
- Writing Sample (if required)
- Language Proficiency Scores
- Other Test Scores (GRE/GMAT/MAT/MCAT)
স্কলারশিপ এবং ফান্ডিংয়ের সুযোগসমূহ:
1. Departmental Assistantships
University of Alabama-তে বিভিন্ন বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের Departmental Assistantships প্রদান করা হয়ে থাকে। এই Assistantship গুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
- Teaching Assistantship
- Research Assistantship
- Administrative Assistantship
এক্ষেত্রে Assistantship-ধারী একজন শিক্ষার্থীকে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এই Assistantship গুলোতে ফুল বা হাফ Tuition Fee Waiver করা হয়ে থাকে এবং সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে স্টাইপেন্ড দেয়া হয়ে থাকে। এছাড়াও Assistantship গুলো পেলে একজন শিক্ষার্থীর হেলথ ইন্সুরেন্সসহ অন্যান্য যাবতীয় খরচও কাভার হয়ে থাকে।
2. Graduate Fellowships
University of Alabama মাস্টার্স স্টুডেন্টদের ফেলোশিপ দিয়ে থাকে। ফেলোশিপটি শুধুমাত্র এক বছরের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে এক বছরের টিউশন ফি কাভারেজ দেয়া হয়ে থাকে। এছাড়াও $২০,০০০ ডলারের এককালীন স্টাইপেন্ড এবং একজনের হেলথ ইন্সুরেন্স দেয়া হয়। ফেলোশিপটি শুধুমাত্র ফল এবং স্প্রিং সেমিস্টারের জন্য প্রদান করা হয়। ফেলোশিপটি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম গ্র্যাজুয়েট হিসেবে ভর্তি হতে হবে।
3. Graduate Council Fellowships
গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বেশ কয়েক ধরনের ফেলোশিপ অফার করে থাকে। তার মধ্যে Graduate Council Fellowships অন্যতম। এই ফেলোশিপটি মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এক বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। যেমন-
এই ফেলোশিপের অধীনে আরো দুটি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে।
1. David A. Francko Fellowship: এই ফেলোশিপটি পাঁচ বছর মেয়াদী এবং প্রতি বছর $২৫,০০০ ডলার স্টাইপেন্ড দিয়ে থাকে।
2. Capstone Graduate Council Fellowship: এই ফেলোশিপটি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য দুইভাবে দেয়া হয়। মাস্টার্স নমিনিদের দুই বছরের জন্য এবং পিএইচডি নমিনিদের একাডেমিক বছরের প্রথম, তৃতীয় ও পঞ্চম বছরে দেয়া হয়। এক্ষেত্রে একজন পিএইচডি শিক্ষার্থী একাডেমিকের বাকি দুই বছর অর্থাৎ একাডেমিকের দ্বিতীয় ও চতুর্থ বছর ডিপার্টমেন্টাল আ্যাসিসটেন্টশিপ পেয়ে থাকে।
ইউনিভার্সিটি এবং প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন-
উচ্চশিক্ষা ও নন-স্টেম নিয়ে আরো জানতে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন-
https://www.youtube.com/@TaninZaid