Ohio University আমেরিকার একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটির মেইন ক্যাম্পাস ওহাইও স্টেটের এথেন্সে অবস্থিত। ১৮০৪ সালের ১৮ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়টি নির্মিত হয়। বিশ্ববিদ্যালয়টি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফুল-ফান্ডসহ অনার্স, মাস্টার্স এবং পিএইচডি অফার করে থাকে। US News-এর সার্ভে অনুযায়ী ৪৪৩ টি ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে Ohio University-র র্যাঙ্কিং হল ১৮২।
ক্যাম্পাসসমূহ:
এথেন্সসহ ওহাইও ইউনিভার্সিটির মোট ৬টি ক্যাম্পাস রয়েছে।
- Athens
- Chillicothe
- Eastern
- Lancaster
- Southern
- Zanesville
নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ:
- Accountancy
- Acting
- Art History
- Asian Studies
- Business Administration
- Ceramics
- Commercial Photography
- Directing
- Economics
- English
- History
- International Development Studies
- Linguistics
- Painting & Drawing
- Philosophy
- Political Science
- Sculpture
- Social Work
- Sociology
- War & Peace Studies
নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ:
- Communication Studies
- Counselor Education and Supervision
- Curriculum and Instruction
- Educational Leadership
- Educational Research and Evaluation
- English
- History
- Individual Interdisciplinary Program
- Interdisciplinary Arts
- Journalism
- Media Arts and Studies
- Social Studies Education
আবেদনের যোগ্যতা:
১। মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং পিএইচডির ক্ষেত্রে মাস্টার্সে ন্যূনতম ৩.০০ থাকা লাগবে।
২। ইংরেজিতে দক্ষতার ক্ষেত্রে নিম্নেবর্ণিত যেকোন একটি টেস্টের স্কোর থাকতে হবে-
· IELTS: 6.5 or better (all bands 6.5 or better)
· TOEFL: iBT- 80 or better (writing-17)
· TOEFL: Paper-delivered- 550 (writing-5, other sections-52)
উপরোক্ত যোগ্যতাগুলো ডিপার্টমেন্ট ভিত্তিক কমবেশী হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- Official Academic Transcript (evaluated by NACES)
- Three Recommendation Letters
- Personal Statement of Purpose
- Writing Sample (required or optional)
- CV/Resume
- GRE score (required or optional)
ফান্ডিং এবং স্কলারশিপসমূহ:
Ohio university-তে আর্টস, সোস্যাল সাইন্স এবং বিজনেস স্টাডিজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ফুল-ফান্ডিং এর সুযোগ রয়েছে। এই ফান্ডিংগুলোর বেশিরভাগই ফুল টিউশন ফি থেকে শুরু করে লিভিং কস্টসহ আরো অনেক কিছুই কাভার করে থাকে। এখানে ফান্ডিংগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
1. Graduate Appointments:
বিভিন্ন বিভাগ থেকে Graduate Appointments হিসেবে তিনভাবে ফান্ড প্রদান করা হয়ে থাকে- Teaching Assistantship, Research Assistantship এবং Graduate Assistantship. এই Graduate Appointments গুলো পেলে একজন শিক্ষার্থীকে Undergraduate-এর বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে Full Tuition fee waiver দেয়া হয়ে থাকে। এছাড়াও ভালো এমাউন্টের স্টাইপেন্ড এবং স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স সহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই Appointments গুলো প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভালো CGPA, minimum English Proficiency (iBT – 100 Composite, Speaking score of 24/ IELTS – 7.0 Composite, Speaking score of 7.0), GRE score, University Level Teaching-এ পূর্ব অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি বিবেচনা করা হয়ে থাকে।
2. Employment Opportunities:
Employment-এর ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 25-36 ঘন্টা করে Campus-based বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হবে। তবে Graduate Appointments-ধারী শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে 20 ঘন্টা এবং Summer Semester–এ 36 ঘন্টা করে কাজ করার সুযোগ পাবে। এক্ষেত্রে ভালো এমাউন্টের স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে যা Tuition Fee এবং অন্যান্য খরচ কাভার করতে সাহায্য করবে।
3. Student Enhancement Awards:
Student Enhancement Awards যা SEA নামেও পরিচিত যার অধীনে $6000 ডলার পর্যন্ত স্টাইপেন্ড পাবার সুযোগ রয়েছে। এই Award-টি সাধারণত বছরে একবার এককালীন প্রদান করা হয়ে থাকে। SEA একটি Merit-based scholarship এবং এক্ষেত্রে এপ্লিকেশনের মানও বিবেচনা করা হয়ে থাকে। Awardship পাবার জন্য একজন শিক্ষার্থীকে Ohio University–তে Full-time graduate হিসেবে এনরোল থাকতে হবে।
4. অন্যান্য Awards এবং Fellowships:
SEA ছাড়াও আরো অনেক ডিপার্টমেন্টাল Awardship-এর সুযোগ রয়েছে। এই Award গুলোর বেশিরভাগই সাধারণত এককালীন এবং বেশ ভালো এমাউন্টের স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক Fellowships প্রদান করা হয়ে থাকে যা প্রতি সেমিস্টার অন্তর অন্তর বা বছরে একবার দেয়া হয়ে থাকে। Fellowship গুলো শিক্ষার্থীদের ফুল টিউশন ফি এবং লিভিং কস্ট কাভার করতে সহায়তা করে থাকে।
ইউনিভার্সিটি এবং প্রোগ্রামগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে নিচের লিংক ভিজিট করুন-
নন-স্টেম থেকে উচ্চশিক্ষা নিয়ে আরো বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন-
https://www.youtube.com/@TaninZaid