যদি আসলেই একটা ডিগ্রী নিতে যান আর এসে জবে জয়েন করার ইচ্ছে থাকে, তাহলে ডিগ্রী কাজে লাগিয়ে বেটার কোথাও বা পজিশনের চাকুরীতে জয়েন করা সম্ভব। আমি নিজে এখনো যেহেতু ফেরত গিয়ে নিজে এক্সপেরিমেন্ট করিনি, তাই লিখছি যারা ফিরেছেন তাদের দেখে ও অবজার্ভ করে।
দেশ থেকে একটা গ্রুপের মানুষ বিদেশ যায় যারা দেশে একটা সরকারি বা বেসরকারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরী থেকে ছুটি নিয়ে যায় এবং এসে সরাসরি একই জবে জয়েন করে।ইনাদের বেশিরভাগই দেখেছি প্রমোশন পায় জয়েনের পর পর। আরেকটা গ্রুপ হলো আমার মত, জব একেবারে ছেড়ে দিয়ে আসে, তারপর ফেরত গেলে হয়তো আগের কোম্পানীর বেটার কোন পজিশনে জয়েন করে অথবা অন্য কোন প্রতিষ্ঠানে বেটার পজিশনে জয়েন করে।
এখন কথা হলো যারা কোন কাজের অভিজ্ঞতা নেয়া ছাড়া চলে আসে পড়তে , তারা ফেরত গেলে তখন কি হয়? তখন বা আগের ক্যাটাগরির মানুষ জনের জন্য একটা বিষয় ভালো জবে জয়েন করতে কাজে লাগে আর সেটা হলো টার্গেটেড প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ ও নেটওয়ার্কিং। দেশে যাওয়ার প্ল্যান থাকলে এটা মাস্ট। একজন ভাইকে দেখেছি এখান থেকে ভাইবা দিয়ে জব কনফার্ম করে দেশে গিয়ে জাস্ট জয়েন করেছে। আবার অবিশ্বাস্য হলেও সত্যি যে হার্ভার্ভ থেকে পড়ে যাওয়া একজনকে দেখেছি অন্যের পেছনে ঘুরঘুর করছে জবের জন্য! এটা আসলে ডিগ্রির পাশাপাশি পারসোনাল অন্যান্য ক্যাপাসিটির উপর নির্ভর করে।
তবে, সব মিলিয়ে এতটুকু বলতে পারি উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরে কেউ আগের চেয়ে খারাপ কিছু করতে আমি ব্যক্তিগতভাবে দেখিনি। ভালো কিছুই হয় তবে ওই যে বললাম পারসোনাল ক্যাপাসিটি ম্যাটার!
ডিগ্রী শেষ করে দেশে গিয়ে ক্যারিয়ার কেমন হয় এ নিয়ে সেশন করেছিলাম একটা। ঢাবির একজন প্রফেসর, আইএনজিও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও আরেক ভার্সিটির ফ্যাকাল্টি এ ৩ জন হাই ভোল্টেজ গেস্ট আলোচনা করেছেন তাদের উচ্চতর ডিগ্রি কাজে লাগানোর ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে পাবেন আলোচনাটা