যদি সিদ্ধান্ত নেন যে আমেরিকার বিশ্ববিদ্যালয় এ এপ্লাই করার জন্য GRE এবং IELTS দিবেন, তাহলে আগে GRE দেন। কারণ কয়েকটা-
– GRE বেশ কঠিন IELTS এর তুলনায়। যদি আগে এটায় বসতে পারেন, তাহলে পরে IELTS বেশ সহজ মনে হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে
– GRE স্কোরেরে মেয়াদ থাকে ৫ বছর, আর IELTS মাত্র ২ বছর
– জিআরই এর স্কোর ভালো হলে, যে কনফিডেন্সটা আসে, সেটা কাজে লাগিয়ে IELTS এ অসাধারণ স্কোর তোলা যায়
– IELTS যেভাবে চাইলে একটা ব্যাসিক নিয়ে অল্প প্রিপারেশনে দিয়ে দেয়া যায়, GRE সেটার তুলনায় অনেক প্র্যাকটিস করা লাগে
GRE প্রিপারেশন অনার্স থার্ড/ফোর্থ ইয়ার থেকে নেয়া শুরু করে যায়। ভোকাবুলারি দিয়ে শুরু করতে পারেন। তারপর আস্তে আস্তে মূল ব্যাসিক ও প্র্যাকটিসে যাওয়া যায়। তবে অনেক লম্বা সময় ধরে প্রিপারেশন অনেক সময় কাজ করেনা। তাই যখন পরীক্ষা দেয়ার কথা চিন্তা করবেন, তখন থেকে ৩/৪ মাস ভালো করে প্রস্তুতি নিলে GRE তে ভালো স্কোর পসিবল। আর আমেরিকায় ফান্ডীং এর জন্য GRE বিশাল ফ্যাক্টর! একটা ভালো স্কোর ফান্ড নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখে তবে এটাই সব কিছু না বরং অভারল প্রোফাইল ইভ্যালুয়েট করেই এডমিশন ও ফান্ডীং দেয়।
তো, GRE এর প্রস্তুতি দিয়েই শুরু হউক নর্থ আমেরিকায় পড়াশুনার প্রথম ধাপ।