Anderson University আমেরিকানসহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ২১ টি বিভিন্ন পদে ফুল-টাইম Graduate Assistantships এর সুযোগ দিয়ে থাকে। সপ্তাহে ২০ ঘন্টা করে এবং বিভিন্ন অ্যাকাডেমিক ব্রেকে সপ্তাহে ৪০ ঘন্টা করে কাজের সুযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মিনিমাম ১২ credit hour থাকতে হবে। MBA সহ অন্যান্য কয়েকটি Non-STEM সাবজেক্টের জন্য Graduate Assistantships দিয়ে থাকে। এছাড়াও Tuition Fee Waiver এবং বার্ষিক $৫৫০০ stipend এর ব্যবস্থা রয়েছে।
★ Eligible Graduate Programs:
1. Master of Business Administration
· Accelerated
· Professional
2. Master of Theological Studies
3. Master of Music Education
★ Application Documents:
· Letter of interest
· Resume
· Graduate Assistantship Application
· Paycom application information
Application Process সহ অন্যান্য যাবতীয় বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে নিচের লিংকে:
https://anderson.edu/hr/student-employment/