ফ্যামিলির কোন সিদ্ধান্তে মা,বউ বা মেয়ের ইনপুট নেয়ার প্রয়োজন মনে করেনা। কোথায় কি আছে বা ফাইনেন্সিয়াল জায়গা গুলা সবসময়ই সিক্রেট রাখে ফিমেল মেম্বারদের কাছে। লজিক কি ওনাদের? বেশির ভাগের মতামত ওদের এসব কিছুতে মতামত চেয়ে লাভ নেই! আর কেউ বলে, বেশি বুঝে এরা! কেউ আবার পুরুষালী ইগো দেখায়া বলে যে, এদের এত পাত্তা দেয়ার কি আছে!
অথচ আমার মনে হয় ওনাদের ইনপুট গুরুত্বপূর্ণ। ছোট থেকে একদম ছোট যে কোন ব্যপারে আমি বউয়ের সাথে আলাপ করি, কোথায় কি আছে, কে কত টাকা পায়, প্ল্যান কি, কি করতেসি বা করবো এসব জানাই। অনেক কিছুতে পরামর্শ চাই। অনেক ভালো সাজেসান্স ও পেয়েছি। মা আর বোন তো আমার উপদেষ্টা পরিষদের প্রধান ২ জন সদস্য। অনেক কিছু আছে আমি জানি মা হয়তো বুঝবেনা আমার জন্য ভালো কোনটা, জানি উনিও সেইম উত্তর দিবে, তাও জিজ্ঞেস করি। পরামর্শ চাই। আপুর কাছে ও হারহামেশা এটা সেটা নিয়ে জানতে চাই। বেশ ভালো ইনপুট পাই ওনাদের কাছ থেকেও।
পরিবারের যে কোন কিছুতে স্ত্রী,মা, বোন, মেয়েদের অংশগ্রহণ ভালো সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারে। আর এগুলা বন্ডিং এ হেল্প করে। স্ত্রীকে যদি ইনফর্ম করে রাখেন আপনার অবস্থা, অন্তত যে কোন সুবিধা অসুবিধায় হেল্প হয় বেশ। এর মানে এ নয় যে আপনি বউয়ের কথায় উঠেন বসেন বা মেরুদন্ডহীন। হ্যা, অনেকে আবার আছেন যারা হয়তো স্বকীয়তা হারিয়ে শুধু বউ/মা কেন্দ্রিক হয়ে যায়। সেটা ও বলছিনা কিন্তু অন্তত পরিবারের নারী সদস্যদের এতটুকু বঞ্চিত করা ও উচিত না যেখানে ভাত রান্না আর ফ্যামিলি সামলানো ছাড়া আর কিছুতে ইনভলভ করা যাবেনা! আমি বেশ গুরুত্বই দেই ওনাদের আর এরা বিশাল মানসিক শক্তির সোর্স। ভালোবাসি মা,বোন,বউ (একটা মেয়ে আল্লাহ দিলে কোরাম পূর্ণ হবে, ইনশাআল্লাহ)