এইযে এত কষ্ট করে জিয়ারই, আইএল্টিএস দিয়ে আমেরিকায় পিএইচডি/মাস্টার্স করে একটা মানুষ ক্যারিয়ারে কি করতে পারে বলে মনে হয়? রিসেন্টলি বাংলাদেশি ২ ভাই ওহাইও ইউনিভার্সিটি থেকে পিএইচডি (ফিজিক্স ও ক্যামিস্ট্রি) শেষ করে ইন্টেলে জয়েন করলো। বেতন বছরে মাত্র সোয়া লাখ+ ডলার। সাইন ইন বোনাস, বছরের অন্যান্য বোনাস, কোম্পানি ডিভিডেন্ড সহ এ অংকটা দেড় লাখের কাছাকাছি। যারা বাংলাদেশি টাকায় এটা বছরে বা মাসে কত হিসেব করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসছেন, তারা হিসেব শেষ করে জানাতে পারেন! হ্যা, অবশ্য ট্যাক্সে একটা বড় এমাউন্ট যায় তারপরও যা থাকে সেটা বিশ্বের যে কোন জায়গায় একটা কোয়ালিটি লাইফ লিড করার জন্য যথেষ্ট।
এখন প্রশ্ন আসতে পারে যে জব কত সহজে পাওয়া যায়? আসলে অত সহজ তো অবশ্যই না। মাস্টার্স বা পিএইচডি করে অনেক সময় বেশ খানিকটা টাইম লেগে যায় এপ্লাই করে ফাইনাল কল পেতে। কম্পিটিশন বিশাল আর ৪/৫ লেভেলে পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করেই এমন ভালো কোম্পানি গুলো চাকুরী দেয়। কিন্তু স্যালারি ও অন্যান্য সুবিধা গুলো বিবেচনা করলে ৪/৬ মাস এমন জবের প্রস্তুতিতে সময় দেয়া কিছুই নাহ। সবাই কি এমন বেতনে শুরু করতে পারছে? নাহ, অনেকে ৭০ হাজার থেকে ১ লাখ ডলারে শুরু করে আবার অনেকে দেড় লাখের বেশি ও ছাড়িয়ে যায়। অনেক সময় নির্ভর করে জয়েনিং স্টেট কোনটা আর সেখানে ট্যাক্স কেমন!
মাস্টার্স করেও কাছাকাছি বা তার চেয়ে একটু কমে শুরু করা যায়। নির্ভর করে আপনার সাব্জেক্ট আর মার্কেটে আপনার এক্সপার্টিজ এর ডিমান্ড এর উপর। তাও জবে ইন করা ডাল-ভাত হবেনা বরং কম্পিটিশন সেইম। প্রথম জব সিকিউর করা সব জায়গায় কঠিন আর শুরু করার পর পেছনে ফিরে তাকানো লাগেনা। কোম্পানি গুলো H1B ভিসা স্পন্সর করে আর সেখান থেকে গ্রীন কার্ড ও প্রসেস করে। এমন ভালো জব গুলায় কয়েক বছর চাকুরির পর এর চেয়ে বেশি বেতনে অন্য যে কোন জায়গায় সুইচ করা যায়। আমেরিকায় অনেক মিলিওনিয়ার আছে যারা চাকুরী করেই মিলিওনিয়ার! ভালো কোম্পানি গুলোর সিইও লেভেলের স্যালারির কথা নাই বললাম! সাথে ডিভিডেন্ড ও বোনাস সহ এটা কয়েক মিলিয়ন ও হয়ে যায়! গুগল করে দেখতে পারেন গুগলের সিইও বছরে কত কামায়! আক্কেল গুডুম হইসে দেখে
এখন এ সব কিছু এত সহজে আসেনা। বিশাল প্রিপারেশন শেষে ফান্ড সিকিউর, এখানে এসে ভালো করে ডিগ্রী কম্পলিট করা, জব মার্কেটের জন্য প্রস্তুতি, শত শত রিজেকশন, অনেক অনেক ইন্টারভিউ আর স্ক্রিনিং এবং ফাইনালী এমন একটা অসাধারন জব! কিন্তু এত কষ্টের পরে রেওয়ার্ডটা বেশ মধুর! এখানে একটা জিনিস ভালো লাগে যে জাস্ট নিজের কামাই করা হালাল ইনকাম দিয়ে একটা অসাধারণ লাইফ লিড করার সুযোগ থাকে যেটা দেশে কত পার্সেন্ট মানুষ পায় আমি জানিনা! এ জন্য বলি যে বিদেশে পড়তে যান, জব নিয়ে স্যাটেল করেন। চ্যালেঞ্জ নিয়ে দেখেন একবার। যদিনা আপনি ও সে সারাজীবন সামান্য বেতনে সুখের সরকারি চাকুরি করে বুড়া বয়সে রিটায়ার্ড করার সময় বেশ টাকা পয়সা আর পেনশন নিয়ে খুশি হওয়া মানুষ না হন আর কি! যখন টাকাটা থাকবে কিন্তু একটা ভালো ফুড খাওয়ার স্কোপ ও শরীর দিবেনা, বাকী দুনিয়ার শখ পূরনের কথা নাই বললাম! দোয়া কইরেন যেন এমন একটা চাকুরী আমিও পেয়ে স্ট্যাটাস দিয়ে জানাতে পারি, ইনশাআল্লাহ