একটা কমন জিজ্ঞাসা থাকে যে মোটামুটি বা লোয়ার র্যাংকের বিশ্ববিদ্যালয় গুলোতে এপ্লাই করার জন্য মিনিমাম কি কি লাগে আর কত কম স্কোর এক্সেপ্ট করে? প্রথম কথা হলো, এটা একেক ভার্সিটি বা ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করে।কেউ বেশি সিজিপিএ চাইলে আবার অন্য কেউ IELTS or TOEFL এর স্কোর বেশি চাইতে পারে। সব ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে কিন্তু এপ্লিকেশন করার রিকুয়ারমেন্ট দেয়া থাকে আর আসলে সেটাই মিনিমাম ধরে নেয়া হয়। তার মানে, যদি IELTS স্কোর ৬ দেয়া থাকে, তাহলে সেটা লাগবেই। আবার অনেক জায়গায় এডমিশন পেতে একটা রিকুয়ারমেন্ট আবার ফান্ডের জন্য আরেকটু বেশি থাকতে পারে। চলেন সব কিছুর একটা এভারেজ জেনে নেই-
জিপিএ/সিজিপিএ- ২.৫-৩.২৫
IELTS স্কোর- ৫.৫-৭.০
TOEFL স্কোর- ৮০-১০০
GRE স্কোর- ২৮০-৩১০
LOR- ১-৩ টা
রাইটিং স্যাম্পল- ৩-১০ পেইজ বা ওয়ার্ড লিমিট
এটা জাস্ট একটা এভারেজ আইডিয়া যাতে আপনার যে রেজাল্ট বা স্কোর আছে, সেটা দিয়ে কোথাও এপ্লাই করা যাবে কিনা। তবে আবারো বলছি খেয়াল রাখতে হবে যে একই ভার্সিটিতে ৪ টা জিনিসের রিকুয়ারমেন্ট থাকলে সব গুলার মিনিমাম টা মিট করতে হয়।
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, তাহলে দেখা হবে আমেরিকায়