দেশের চাকুরীর বাজারে যথেষ্ট চাকুরী নেই। গ্র্যাজুয়েটরা নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজের সেক্টরে কাজ পাচ্ছেনা। সরকারী চাকুরীতে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে হয়রান হয়ে যাচ্ছে। এবারের বিসিএস ক্যান্ডিডেট কয়টা যেন দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে! প্রাইভেট সেক্টরে আমাদের যেতে অনীহা আর বেশ সমস্যা ও আছে সেখানে। উদ্যোক্তা নতুন করে তৈরী হবে তো দূরে থাক বরং পুরান রাই অনেক কারণে খাবি খাচ্ছে! শিক্ষিত বেকারদের হা-হুতাশ প্রায়ই শুনি! অনেকে ইনবক্সে লিখে পাঠায় যে কত বছর ধরে বসে আছে অথচ কিছু হচ্ছেনা। খারাপ লাগে আসলে। কিন্তু উপায় কি?
আপাত দৃষ্টিতে আমার মনে হয়, প্রচুর দক্ষ মানুষজন দের দেশ ছেড়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যেতে হবে। যে যেখানে ভালো সুযোগ পাবে পড়াশুনা বা জব নিয়ে বের হয়ে যাওয়া দরকার। এটাকে ব্রেইন ড্রেইন বলা ঠিক হবেনা বরং বলা যায় ব্রেইন গেইন। কারণ উন্নত দেশের বড় কোম্পানী গুলো আমাদের দেশীয়রা থাকলে পরে যারা আসবে তাদের ও সুবিধা হবে ক্যারিয়ারে। আর আস্তে আস্তে সিইও বা বিগ পজিশন হোল্ড করলে দেশে কোম্পানী থেকে ইনভেস্টমেন্ট করতে পারবে। বড় কোম্পানী সেটাপে বিশাল জব ওপেনিং হবে আর গ্র্যাজুয়েটরা গ্লোবাল কোম্পানীতে জব দেশে বসেই করতে পারবে। এটার ভাল একটা উদহারণ হলো ইন্ডিয়া। জাস্ট মিলিয়ে দেখলেই হবে।
তাই, আগামী ১০ বছর ব্রেইন এক্সপোর্ট করা দরকার যেটা তার পরের ১০-২০ বছর বহু গুণে রিটার্ন আসবে। এখনো অনেকেই বেশ ভাল করছেন, তাদের ও ফিডব্যাক দেয়ার সময় আসছে।
দেশ ঠিক করে সেশন টার্গেট করে কাজ শুরু করে দেন। জাস্ট একটু সাহস আর পরিশ্রমটা করতে পারলেই হবে। হেল্পের জন্য আমরা অনেকেই আছি। অন্তত সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ্। Sky is the limit