আমরা দেখি অনেক ভালো জায়গায় পৌছে বিয়ে করতে বেশির ভাগেরই বেশ সময় লেগে যায়,বয়স হয়ে যায় আর ওয়াইফ এসে সব কিছু গোছানো পায় এবং বুঝতে পারেনা আসলে কেমনে কি হলো কারণ স্ট্রাগলটা দেখেই না। মনে করে আরে এটাই তো হওয়ার কথা!
আর ক্যারিয়ারের শুরুতে কিছু একটা করে বিয়ে করে বউ সহ একটু একটু করে সব কিছু করার মজাটাই ভিন্ন। এটা আমি বুঝি কারণ জাস্ট জব শুরুর দেড় বছরের মাথায় বিয়ে করি আর এখনো কিন্তু মোটেও ইস্টাব্লিশ নাহ!
প্রতিদিন লড়ছি, চেষ্টা করছি ভালো করার, টাকা পয়সা নিয়ে টানাটানি বউ জানে, কত টাকা লোন আছে সেটা ও জানে, আমি কতটুকু কি দিতে পারবো তাকে সে আন্দাজ আছে আর দিন শেষে এ একসাথে বড় হওয়ার মাঝে আনন্দ আছে। অনেক কিছু না পাওয়া বা করতে না পারার দু:খ ও আছে কিন্তু অন্যজন আমাকে বুঝছে, আমার কষ্টে মাথায় হাত রাখছে আর সব কিছুর পরে ও ভালোবাসছে, এটা পরম পাওয়া।
ইস্টাব্লিশ বলতে আসলে আমরা যা বুঝি সেটা হলো বেশ ভাল জব আর স্যালারী, বিয়ের জন্য জমানো কয়েক লাখ টাকা- এইতো! কিন্তু বিয়ে সাদী তো বয়সের সাথে সম্পর্কিত। যদি আসলে পরিবারের দায়িত্ব বা অন্য কোন কারনে বিয়ে করতে দেরী হয় তো ঠিক আছে, কিন্তু অনেককেই দেখি ৫০/৬০ হাজার স্যালারী পায় দেশে তবুও ইস্টাব্লিশ না বলে নিজে বিয়ে করেনা বা ফ্যামিলি করায় না! আর অনেকে সে ২০ হাজার স্যালারীতে বিয়ে করে ৬০ হাজার স্যালারী যখন হয় তখন ২ বাচ্চার বাপ হয়ে যায়। এটায় আল্লাহর দেয়া একটা বরকত আছে, ভিন্ন একটা শান্তি আছে আর স্ট্রাগলটায় সাথে কাওকে পাওয়া যায়।
তাই, আমার মতে, মোটামুটি কিছু করতে পারলে বিয়ে আর তারপরে সময় নিয়ে ভালো ক্যারিয়ার! আপনাদের কি মনে হয়?