আমেরিকান এ্যাম্বাসীতে এখন এফ১ এ অগাস্টের সেশনের ইন্টারভিউ চলছে এখন। কি জিজ্ঞেস করে এ ইন্টারভিউ তে? ফুল-ফান্ডেড থেকে শুরু করে সেল্ফ ফান্ডেড সবাই একটা টেনশন নিয়ে হাজির হয় এ ভিসা ইন্টারভিউতে। কিছু মোটামোটি কমন প্রশ্নের মধ্যেই জিজ্ঞেস করে আর আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে একটা প্রশ্নের লিস্ট বানিয়েছিলাম। সে লিস্ট শেয়ার করছি যাতে বর্তমানে যারা ফেস করছেন আর ভবিষ্যতে করবেন, তারা নিজেদের ঝালাই করে নিতে পারেন। উত্তর গুলো নিজেদের মত করেই প্রস্তুত করে নিন কারণ একেক জনের অভারল ব্যাকগ্রাউন্ড ও সিচুয়েশন একেক রকম।
Academic and Other Qualifications:
Why are you going to us?
Where are you planning to move to?
Do you know about the location?
Which university are you going to?
How did you know about this university?
How many universities have you applied for?
How many admits?
Why this university?
What subject will you be studying?
Why this subject?
What challenges will you face? Why should you be given a student visa?
How will you manage the cultural and educational differences in the US?
What is your highest qualification?
Which year did you pass out? Which subject was it?
What is your bs/ms percentage?
What are you doing since then?
What was your final year project?
Any backlog?
Do you have any work experience?
Economic:
Who is your sponsor?
Source of income?
What do your parents do? And their income?
Is there any loan?
Intent:
When was the last time you were in the USA?
Do you have any friends or relatives in us?
Do you have any immigration petitions for you? Describe it.
How long will you study in the USA?
Do you plan to study Ph.D. after MS?
What will you do after your graduation?
How do you prove that you will come back to your country?
এগুলা জাস্ট খসড়া মাত্র। এমন হতে পারে ২/৩ টা প্রশ্ন করেই ছেড়ে দিবে, আবার অনেক গুলো প্রশ্নও করতে পারে। আমাদের ২ জন মিলে ইন্টার্ভিউ টাইম ছিল ৩-৪ মিনিট (ইন্টার্ভিউ এক্সপেরিয়েন্স) আবার অনেকে ৩০-৩৫ মিনিট ও ইন্টার্ভিউ দিয়েছে এমন ভুরি ভুরি আছে। তাই, কনফিডেন্ট থাকা জরুরী। নিজের স্ট্রেনথ আর ইউকনেস বুঝতে হবে। যেমন- ফান্ড থাকলে অনেকটাই রিলাক্স থাকা যায়। কারণ, আমার ক্ষেত্রে ও আই২০ তে ফান্ড দেখেই ভিসা অফিসার খুশি হয়ে গেসিল আর বেশি প্রশ্ন করেনি। ফান্ড না থাকলে কারও উচিত হবে ফাইনেন্সিয়াল জায়গাটা স্ট্রং দেখানো বা বলা। কারও পিটিশান করা থাকলে, তার দরকার হবে সে পয়েন্টে স্ট্রঙ আর্গুমেন্ট তৈরি করা যেন অফিসার ইন্টেনশন বুঝতে পারে।