দেশে বসে পাব্লিশ করলে উচ্চ-শিক্ষার প্যাকেজে একটা হেল্প হলো এডমিশন ও ফান্ড পেতে সহজ হয়। আরেকটা বড় উপকার হলো আমেরিকায় এসে NIW তে এপ্লাই করে সহজে গ্রিন কার্ড পাওয়া যায়। চলেন দেখি ব্যপারটা কিভাবে কাজ করে।
আমেরিকায় সবচেয়ে সহজে গ্রিন কার্ড হয় ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার এর মাধ্যমে। েটা হলো EB2 ক্যাটাগরির গ্রিন কার্ড যেখানে আবেদকারীর একাডেমিক যোগ্যতা দেখা হয়। এর মধ্যে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে পাবলিকেশন ও সাইটেশন। অনেকে মনে করে, দেশে বসে পাবলিশ করলে আর সাইটেশন পেলে সেটা এখানে কাজ করবে কিনা! কিন্তু আসল ব্যপার হলো কাজ করে। এখানে অনেকেই গ্রিন কার্ড হচ্ছে দেশে বসে করা সাইটেশন দিয়েই।
তাই, যদি আমেরিকায় পড়তে আসতে চান আর তুলনামূলক সহজ উপায়ে স্যাটেল করতে চান, তাহলে পাবলিশ করা শুরু করতে পারেন। আর গুগল স্কলারে নিজের প্রোফাইল খুলে ফেলেন। যদি আসার আগেই কিছু সাইটেশন পান, তাহলে এখানে এসে নিজের ডিগ্রী এড করে একটা কম্পেটিটিভ প্রোফাইল দাড়ায়। তবে, ব্যপারটা এমন নয় যে জাস্ট সাইটেশন থাকলেই হয়ে যাবে বরং আর ও কিছু ফ্যাক্টর কাজ করে। এখানে কিছু ল’ ফার্ম আছে যারা প্রোফাইল ইভাল্যুয়েশন করে বলবে পার্সেন্টেজ কত আর কি লাগতে পারে। সেভাবে প্রস্তুতি নিয়ে প্রোফাইল ভালো করে এপ্লাই করলে অল্প সময়ে পাওয়া যায় গ্রিন কার্ড।