উত্তর হলো- যেসব ভার্সিটি বর্তমানে Duolingo নিচ্ছে IELTS/TOEFL এর অল্টারনেটিভ হিসেবে, সেগুলায় অবশ্যই এ স্কোর দিয়ে এপ্লাই করা যাবে। আর যেহেতু বিশ্ববিদ্যালয় Duolingo চাচ্ছে, সেহেতু এক্সেপ্ট ও করবে। আর এটা দিয়েই আপনি ফান্ডিং এর জন্য বিবেচিত হতে পারেন।
কিভাবে বুঝবেন ভার্সিটি Duolingo এক্সেপ্ট করছে- যে ডিপার্টমেন্ট এ এপ্লাই করবেন, সেটার রিকুয়ারমেন্ট সেকশনে গেলে লিখা থাকবে। যদি Duolingo লিখা না থাকে, ইমেইল করে জিজ্ঞেস করতে পারেন যে ওনারা অল্টারনেটিভ হিসেবে নিবে কিনা! কত স্কোর লাগবে মিনিমাম, সেটা ও দেয়া থাকবে। সো, অন্তত সে স্কোর করাটা এডমিশন এর জন্য জরুরী।
Duolingo সোজা না কঠিন- আমি এ পরীক্ষা দেইনি কিন্তু যারা দিয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি এটা তুলনামূলক ভাবে IELTS এর চেয়ে সহজ। তাই, যারা IELTS ভয় পান, তারা এদিকে আগাতে পারেন।
প্রস্তুতি কোত্থেকে নিবেন- ওদের ওয়েবসাইট এ সব কিছু নিয়ে বিস্তারিত দেয়া আছে আর ইউটিউবে অনেক ভিডিও পাবেন এ পরীক্ষার প্যাটার্ন আর প্রিপারেশন নিয়ে। একটু সময় দিলে কয়েকদিন ভালো স্কোর আসবে।
পরিশেষে, আপনি বিদেশে পড়তে গেলে ওখানে ইংরেজি তে পড়তে, বলতে, কেউ কিছু বললে বুঝতে আর লিখতে পারবেন কিনা এটা যাচাই করা ভার্সিটির কাজ। সো, যে কোন একটা স্কোর আপনার হাতে থাকা চাই। সেটা IELTS, TOEFL অথবা Duolingo. যত ভালো স্কোর, তত ফান্ডিং এর চান্স বাড়বে। প্রস্তুতি নেন আজই।