২০২১ সালের বাৎসরিক প্ল্যান করেছেন কি?

নতুন একেকটা বছর আসে আবার দেখতে না দেখতে চলে যায়। অনেকে দেখা যায় বছর শেষে বেশ কিছু কাজ শেষ করেছে আবার অনেকে হয়তো খুব রেগুলার কাজ যেমন সেমেস্টার শেষ করা, জবের আরেকটা বছর শেষ হবে বা র‍্যান্ডমলি চাকুরী খুজতে খুজতে আর জবের পরীক্ষা দিয়ে শেষ করবে। বেশ কিছু কাজ তাদেরই হয় যারা বছরের শুরুতেই সারা বছরে কি কি করবে তার একটা প্ল্যান করে, আর সেগুলোকে কোয়ার্টারলি ও মান্থলি ভাগ করে শেষ করে। 

কি নিয়ে প্ল্যান করা যায়? স্টুডেন্ট দের এ বছরের সেমেস্টার গুলো নিয়ে প্ল্যান থাকতে পারে। একাডেমিক রেজাল্ট নিয়ে একটা প্রজেকশান করা ভাল। সাথে এ বছর কি কি স্কিলে ফোকাস করতে হবে সেটা ও ভেবে রাখা যায়। যেমন- একদম ব্যাসিক থেকে বললে মাইক্রোসফট অফিস টা শেখার প্ল্যান করা যায়। খুব ভাল করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট শিখলে এটা ছাত্র জীবনে কাজে তো লাগবেই, যে কোন চাকুরীর ক্ষেত্রে ও অনেক কাজে লাগে। যদি কোন প্রোগ্রামিং শেখা যায়, তাহলে সেটার প্রচুর বেনফিট পাওয়া যাবে। এছাড়া কিছু সফট স্কিল যেমন- প্রেজেন্টেশন, কমিউনিকেশন, টিম-ওয়ার্ক এর মত স্কিল গুলো আয়ত্ত করার প্ল্যান করা যায়। 

আমরা সারা জীবন ইংরেজি শিখি। সে ক্লাশ ওয়ান থেকে একাদশ তারপরে  অনার্সে ও ইংরেজি শিখতে থাকি, কিন্তু দিন শেষে না পারি ভালো বুঝতে, বলতে বা লিখতে। এটা একেবারে গোড়ায় গন্ডগোল বলা যায়। ইংরেজিকে একটা ভাষা হিসবে না শিখে শুধুমাত্র পরীক্ষায় পাশের একটা সাব্জেক্ট হিসেবে পড়েই এ সমস্যা। এবার একটা কাজ করেন, এটাকে ভাষা হিসেবে শেখার পরিকল্পনা হাতে নেন। চারটা স্কিল যে আছে, সেগুলা থেকে ২ টা টার্গেট করেন যেমন- রাইটিং আর স্পিকিং। তারপর লেগে যান যতক্ষণ না ভাল বলতে বা লিখতে পারছেন। ১ বছরে ২ টায় ফোকাস করে একদম দক্ষ হয়ে গেলে, পরের বছর বাকি ২ টায় ফোকাস করা যাবে। 

এসবের পাশাপাশি কিছু বই পড়ার পরিকল্পনা করা যেতে পারে। যে বই গুলো গল্প বা উপন্যাসে সীমাবদ্ধ হবেনা বরং নন-ফিকশন বা যে বই গুলো পড়লে চিন্তার নতুন জগত উন্মোচিত হয়, তেমন বইয়ের প্ল্যান করতে হবে। নন-ফিকশন পড়ার অভ্যাস না থাকলে অভ্যাস করা দরকার। নিজেকে জানতে বা নিজের ট্রু পটেনশিয়াল উপলব্ধি করতে এ বই গুলো কাজে দেয়। 

যদি কেউ অনার্সের শেষের দিকে বা মাস্টার্স এ থাকেন, তাহলে ক্যারিয়ার নিয়ে সিরিয়াসলি ভাবা শুরু করতে হবে। দেশে চাকুরী না বিদেশে উচ্চ-শিক্ষা? চাকুরী হলে সরকারী না বেসরকারী? নাকি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান? আগ্রহের জায়গা টা প্লিজ খুজে বের করার পেছনে সময় দেন। হুজুগে দৌড় দেয়াটা এবার আমাদের বন্ধ করতে হবে। এটা বড় একটা কাজ যেটা আমরা অধিকাংশই জীবনে খুজে পাইনা আর কিছু একটা করে কাটিয়ে দেই।  

প্ল্যান করতে হবে SMART ফর্মুলা ফলো করে। সেটা নিয়ে একদিন লিখবো কিন্তু আমরা যে ভুল করি সেটা হলো অনেক অনেক কিছু একসাথে করার প্ল্যান করি, তারপর এসব নিয়ে মাথার উপর প্রেসার ফিল করে কিছু করিনা। তাই, বুঝে শুনে টাইম নিয়ে প্ল্যান করা দরকার। বছর শেষে যেন ফিরে তাকালে নিজেকে বলা যায় এ বছর আমার এচিভমেন্ট এটা, ওটা, সেটা। যেগুলা মেজারেবল বা ইম্প্রুভমেন্ট নিজে থেকেই বুঝতে পারবেন।

 তো, খাতা কলম নিয়ে বসে যান যদি এখনো ২০২১ এর কোন প্ল্যান না করা হয়। আমাকে ধন্যবাদ টা না হয় বছর শেষেই দিয়েন যখন অনেক গুলা কাজ হয়ে যাবে! শুভকামনা।

SHARE THIS BLOG

59 Responses

  1. অনেক ভাল কিছু বিষয় নিয়ে এসেছেন।।ধন্যবাদ

  2. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is needed to get set up?
    I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very web savvy so I’m not 100% positive. Any tips or advice would
    be greatly appreciated. Cheers

    Feel free to visit my web page … Gorges Anti Wrinkle Cream

  3. Howdy! I know this is kinda off topic nevertheless I’d figured
    I’d ask. Would you be interested in exchanging links or
    maybe guest writing a blog article or vice-versa? My blog goes over a lot of the same subjects
    as yours and I believe we could greatly benefit from each other.
    If you happen to be interested feel free to send me
    an e-mail. I look forward to hearing from you! Wonderful blog by the way!

    My web page :: Pellamore Review

  4. My spouse and i felt so delighted that Raymond managed to do his survey with the precious recommendations he came across using your
    blog. It’s not at all simplistic to just possibly be freely giving hints that the others may have been trying to sell.
    And we all take into account we need the website owner to be grateful to
    because of that. The entire illustrations you have made,
    the straightforward blog menu, the relationships you can help create – it’s got many amazing, and it is making our son in addition to our family believe that the content is
    thrilling, which is certainly quite serious.
    Many thanks for everything!

    Here is my website: Xtreme Shred Keto

  5. hi!,I like yoսr ѡriting sso so much! proportiⲟn we be in contact more approximately your post on AOL?
    I require a specialist on this area to unravel my
    problem. May be that’s you! Looking forwrd to pеer you.

  6. Thank you so much pertaining to giving my family an update on this issue on your web page.
    Please be aware that if a brand-new post becomes available or in case any variations occur to the current submission, I would want to consider reading more and knowing how to
    make good using of those techniques you write about.
    Thanks for your time and consideration of people by making this
    blog available.

    Feel free to visit my website Gorges De Soleil Cream

  7. I absolutely love your blog and find many of your post’s to be just what
    I’m looking for. Does one offer guest writers to write content for you?
    I wouldn’t mind composing a post or elaborating on many of the subjects
    you write regarding here. Again, awesome blog!

    Check out my web blog … HB Blood Boost Review

  8. Hey would you mind sharing which blog platform you’re using?
    I’m going to start my own blog soon but I’m having
    a difficult time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design seems different
    then most blogs and I’m looking for something completely unique.
    P.S Apologies for being off-topic but I had to ask!

    my page: http://www.craksracing.com

  9. I wanted to visit and let you know how considerably I treasured discovering this blog today.
    I’d personally consider it a honor to work at my office and be able to operate on the tips discussed
    on your blog and also be a part of visitors’ remarks like this.
    Should a position associated with guest publisher become offered at your end, you should let me know.

    my site … Green Leaf Hills

  10. I believe everything published was very reasonable.
    However, what about this? suppose you added a little information? I mean, I don’t want to tell you how to
    run your blog, however what if you added a title that grabbed
    people’s attention? I mean ২০২১ সালের বাৎসরিক
    প্ল্যান করেছেন কি? – Tanin Zaid is kinda vanilla.

    You should look at Yahoo’s front page and see how they create post titles to grab people to open the links.
    You might try adding a video or a related picture or two to grab people excited about everything’ve got to say.
    In my opinion, it would bring your blog a little livelier.

    Also visit my homepage: Total Pure CBD Oil

  11. Having read this I thought it was extremely enlightening.
    I appreciate you spending some time and energy to put
    this content together. I once again find myself spending way
    too much time both reading and leaving comments. But so what, it was still
    worth it!

    Also visit my blog post :: http://continent.anapa.org/modules.php?name=Your_Account&op=userinfo&username=VanoverNichole

  12. Hello, Neat post. There is a problem with your site in web explorer, could check
    this? IE nonetheless is the market leader and a big portion of other people will omit your great writing
    due to this problem.

    Also visit my blog post; vbriudaipur.org

  13. It’s the best time to make some plans for the future and it is time
    to be happy. I’ve read this post and if I could I want to suggest you few interesting things or tips.
    Maybe you could write next articles referring
    to this article. I wish to read even more things about it!

    Also visit my web page :: duna-anapa.net.ru

  14. I and my buddies have been looking at the excellent secrets located on the blog while immediately
    developed an awful suspicion I never expressed respect to
    you for those techniques. All the women had been for this reason happy to read through them and have in effect really been tapping into these things.

    We appreciate you really being very considerate and
    also for picking these kinds of beneficial guides millions
    of individuals are really needing to know about.
    My honest apologies for not expressing appreciation to you sooner.

    Here is my website … Puri Royal Derma Revitalizing Moisturizer

  15. Hiya, I am really glad I have found this information. Nowadays bloggers
    publish only about gossips and net and this is really irritating.
    A good website with interesting content, this is what I need.

    Thanks for keeping this website, I’ll be visiting it.
    Do you do newsletters? Can’t find it.

    Also visit my page :: Pellamore

  16. Thank you for your blog post. Thomas and I are already saving for
    a new book on this issue and your writing has made all of us to save money.
    Your opinions really solved all our problems. In fact, in excess of what we had
    thought of in advance of the time we came upon your fantastic blog.

    My partner and i no longer have doubts plus a troubled mind because you have truly attended to our needs
    in this article. Thanks

    Also visit my blog post 159.203.199.234

  17. It’s a pity you don’t have a donate button! I’d without a doubt donate
    to this superb blog! I guess for now i’ll settle for bookmarking and adding your RSS feed to
    my Google account. I look forward to brand new updates and will talk about this
    site with my Facebook group. Talk soon!

    Here is my website: Pellamore Review

  18. Right here is the perfect website for anyone who wishes to find out
    about this topic. You understand a whole
    lot its almost hard to argue with you (not that I
    personally would want to?HaHa). You definitely put a fresh
    spin on a topic that has been written about for years. Great stuff, just wonderful!

    Also visit my page: KetoBHB Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hello! I'm Tanin Zaid

I love to read, travel, and help others to grow

Recent Post

[quads id=2]
Bangladesh
চাকুরির এপ্লিকেশনে নতুনরা যে ভুল গুলো করে

প্রাইভেট সেক্টরে জবের জন্য এপ্লাই করে অনেকে অভিযোগ করেন যে ডাক পাননা। একটা কারণ হিসেবে দেখান যে কানেকশন না থাকলে ডাকেনা। এটা বেশ খানিকটা সত্য।

Read More »
Higher Study Abroad
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস জব

অন-ক্যাম্পাস জব নিয়ে আমরা অনেকেই জানি। আসলে এ কাজ গুলো কি যেগুলা স্টুডেন্ট রা করে? এ জব গুলা হলো ইউনিভার্সিটির বিভিন্ন অফিসে চাকুরী। এখানে প্রতিটা

Read More »
Higher Study Abroad
বিদেশে নিজের টাকায় পড়াশুনা

সেল্ফ ফান্ডে পড়াশুনা নিয়ে খুব একটা কথা বলা হয়না আমার। কেন জানি স্কলারশিপ/ফান্ডিং এসব নিয়েই লিখি বা বলি। অথচ স্বামর্থ্য থাকলে নিজের খরচে পড়াশুনা করতে

Read More »
Higher Study Abroad
বিশ্ববিদ্যালয়ের এডমিশন ও ফান্ডিং এর জন্য ইমেইল- রাইট পারসন টা কে? 

ইউনিভার্সিটিতে এপ্লাই করার আগে ডিপার্টমেন্ট এর সাথে ইমেইল কমিউনিকেশন করে নেয়া জরুরী। বিশেষ করে সাইন্সের যে কোন প্রোগ্রাম ও পিএইচডির ক্ষেত্রে যেহেতু ফান্ডিং প্রফেসরের কাছেই

Read More »
Higher Study Abroad
বিদেশে পড়াশুনা শেষ করে দেশে এসে কেমন জব করা সম্ভব?

যদি আসলেই একটা ডিগ্রী নিতে যান আর এসে জবে জয়েন করার ইচ্ছে থাকে, তাহলে ডিগ্রী কাজে লাগিয়ে বেটার কোথাও বা পজিশনের চাকুরীতে জয়েন করা সম্ভব।

Read More »
Anderson University, Indiana (AU) তে Graduate Assistantships এর সুযোগ

Anderson University আমেরিকানসহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ২১ টি বিভিন্ন পদে ফুল-টাইম Graduate Assistantships এর সুযোগ দিয়ে থাকে। সপ্তাহে ২০ ঘন্টা করে এবং বিভিন্ন অ্যাকাডেমিক ব্রেকে

Read More »
Bangladesh
অনলাইন সার্টিফিকেট/ডিগ্রী ক্যারিয়ারে যেভাবে হেল্প করে

অনলাইন সার্টিফিকেট/ডিগ্রী ক্যারিয়ারে যেভাবে হেল্প করে  অনলাইন ডিগ্রী/সার্টিফিকেট/ কোর্স নিয়ে একটা সময় আমাদের ধারণা ছিল বা এখনো আছে যে এগুলার খুব একটা দাম নেই। জব

Read More »
how important to have a passport
একটা ভ্যালিড পাসপোর্ট থাকা কতটা জরুরী?

ভ্যালিড পাসপোর্ট আছে তো আমাদের? অনেকে মনে করে আমি পাসপোর্ট বানায় কি করবো, স্টুডেন্ট মানুষ তো বাইরে যাওয়ার সুযোগ কই! অথচ আমি দেখেছি হটাৎ একটা

Read More »
১৮০+ বইয়ের লিস্ট যেগুলো অন্যরা পড়েছেন

বই পড়া শুরু করার জন্য বইয়ের লিস্ট খুঁজছেন? এখানে পড়ুয়াদের পছন্দের ১৮০ টি বইয়ের লিস্ট দেয়া আছে যেগুলা কমেন্ট থেকে কালেক্ট করা। যেটা ভালো লাগে

Read More »
career in BD
বিদেশের বিশ্ববিদ্যালয়ের এপ্লিকেশনে থিসিস/রিসার্চ ও ওয়ার্ক এক্সপেরিয়েন্স কতটুকু জরুরি! 

আমাদের অনেকের ধারণা যদি থিসিস না থাকে অনার্সে তাহলে বিদেশে এপ্লাই করা যাবেনা। অথবা রিসার্স বা কাজের অভিজ্ঞতা মাস্ট লাগে। কিন্তু আসলে এগুলার কোনটাই বাধ্যতামূলক

Read More »
movie review
নিজের না পাওয়া গুলো অন্যের উপর ঢেলে দিচ্ছি নাতো?

এ লাইনটা একটা মুভি দেখতে গিয়ে শুনেছি। প্লটটা ছিল এমন- একজন শাশুড়ি  এবং ছেলের বউয়ের মধ্যে ব্যাপক সমস্যা। শাশুড়ি বউয়ের কিছুই নিতে পারেনা। চাকুরী করার

Read More »
Bangladesh
ইউনিভার্সিটি বা সাবজেক্ট কি ক্যারিয়ার নির্ধারণ করতে পারে?

যে ডিপার্টমেন্ট/সাব্জেক্টে পড়ে একজন জীবনে কিছু হবেনা বলে হতাশ হয়ে বসে থাকে, সে একই জায়গা থেকে পড়াশুনা করে আরেকজন বেশ কনফিডেন্স এর সাথে অনেক কিছু

Read More »
career in BD
দুনিয়ার কোন দেশের কোন কোম্পানি গ্যারান্টি দেয় যে জীবনে চাকুরী যাবেনা?

দেশের প্রাইভেট সেক্টরে চাকুরী নিয়ে কমন অভিযোগ যে চাকুরি চলে যায়। জব সিকিউরিটি নাই বলে অনেকে জয়েন করতে চায়না। আচ্ছা, কোন দেশের কোন কোম্পানি আপনাকে

Read More »
taninzaid
ভার্সিটি না সাব্জেক্ট- কোনটা বেশি জরুরী?

কোন ভার্সিটিতে চান্স পেলাম বা পেলাম না এটা কারো ভবিষ্যত নির্ধারণ করেনা। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে যে, ভার্সিটি প্রাধান্য দিব নাকি সাব্জেক্ট? আমার মতামত

Read More »
taninzaid
কিছু মানুষের কাছে মেয়ে মানুষ মানে কিছুই বুঝেনা!

ফ্যামিলির কোন সিদ্ধান্তে মা,বউ বা মেয়ের ইনপুট নেয়ার প্রয়োজন মনে করেনা। কোথায় কি আছে বা ফাইনেন্সিয়াল জায়গা গুলা সবসময়ই সিক্রেট রাখে ফিমেল মেম্বারদের কাছে। লজিক

Read More »
benefits of traveling
বিদেশে ঘুরতে যাওয়ার উপকার গুলো

কখনো দেশের বাইরে গিয়েছেন? দেশের বর্ডার পার করে অন্য যে কোন দেশে পা রাখার অনুভূতি কেমন ছিলো? আমি অনার্স ফোর্থ ইয়ারে একটা কনফারেন্সে এটেন্ড করতে

Read More »
life lessons
জীবন থেকে নেয়া কিছু উপলদ্ধি

কিছু চরম সত্য জীবন থেকে খুব অনুভব করি। – আপনি যদি কাউকে যে কোনভাবে ভালো নিয়্যাতে হেল্প করেন আর সবার জন্য ভালোটা চান, বিনিময়ে কিছু

Read More »
Higher Study Abroad
চাকুরীর পাশাপাশি উচ্চ-শিক্ষার প্রস্তুতি

চাকুরী শুরু করে তারপর ক্যারিয়ারে একটু এগিয়ে অনেকেই চায় উচ্চ-শিক্ষায় আসতে। ভালো একটা ক্যারিয়ার বুস্টের জন্য একটা ডিগ্রী প্রয়োজন হয়। চাকুরী করার পাশাপাশি কি চাইলে

Read More »
can we be happy eternally
মানুষ চাইলেই একেবারে সুখী হয়ে যেতে পারে কি?

এ বিপদ থেকে উদ্ধার হলেই শান্তি, সামনের পরীক্ষাটা পাশ করলে আর কিছু লাগবেনা জীবনে, একটু টাকা পয়সা হলেই খুব ভালো থাকবো, বিদেশে পাড়ি দিলেই খালি

Read More »
cost of study
উচ্চ-শিক্ষায় যেতে খরচ কত লাগে?

“ভাই, অমুক দেশে অনার্স/মাস্টার্স করতে যেতে চাই, কত খরচ পড়বে?” এ একটা প্রশ্নের একদম স্ট্রেইট বা সিম্পল কোন উত্তর নেই। এখনই বলে দেয়ার কোন সুযোগ

Read More »
Higher Study Abroad
বিদেশে অনার্স না মাস্টার্স করতে আসবো? 

যারা ইন্টারমেডিয়েটে পরীক্ষা দিয়েছে বা দিবে এবং যারা হয়তো অনার্সে পছন্দের ভার্সিটি ও সাব্জেক্ট পড়তে পারছেনা, তাদের কমন জিজ্ঞাসা হলো যে অনার্স করতে বাইরে যাবো

Read More »
career in BD
আমেরিকায় পিএইচডি শেষে বাংলাদেশিদের সোয়া লাখ ডলারের জব! 

এইযে এত কষ্ট করে জিয়ারই, আইএল্টিএস দিয়ে আমেরিকায় পিএইচডি/মাস্টার্স করে একটা মানুষ ক্যারিয়ারে কি করতে পারে বলে মনে হয়? রিসেন্টলি বাংলাদেশি ২ ভাই ওহাইও ইউনিভার্সিটি

Read More »
Self-Help
শিক্ষা-দীক্ষার সাথে আমাদের ধর্ম পালন এর সম্পর্ক

আমাদের অনেকের শিক্ষিত/ধনী হয়ে যাওয়ার সাথে ধর্মীয় বিধি-বিধান পালন কমে যাওয়ার একটা পজিটিভ সম্পর্ক আছে। ভার্সিটিতে কখনো ফ্রেন্ডদের সাথে আলাপচারিতায় উঠে আসতো যে এখন সে

Read More »
ielts
ইংরেজি ব্যাসিক দূর্বলদের জন্য আইএলটিএস প্রস্তুতি 

আমরা ইতিমধ্যেই জানি যে বিশ্বের যে কোন দেশের স্কলারশিপ থেকে শুরু করে উচ্চ-শিক্ষায় যেতে কাজে লাগে। এমনকি ভালো একটা স্কোর থাকলে সেটা দেশের জবে ইন

Read More »
Higher Study Abroad
আমাদের দূর্বলতা গুলো যেভাবে শক্তি হতে পারে

জিপিএ কম, বয়স বেশি, স্টাডি গ্যাপ, রিটেক আছে, ইয়ার গ্যাপ আছে, শারীরিকভাবে অক্ষম, জীবনে কোন জায়গায় বড় করে ফেইল করেছেন, এমন অনেক কিছু যেগুলাকে আমরা

Read More »
Bangladesh
নিজের সাবজেক্টের কাছাকাছি অন্যন্য সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন

পড়াশুনা করেছেন এক সাবজেক্টে এখন সরাসরি সে সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছেন না বরং কাছাকাছি অন্য কোন সাব্জেক্টে পড়তে চান কিন্তু জানেন না যে কি কি

Read More »
funding
পার্শিয়াল/হাফ ফান্ডকে যেভাবে ফুল ফান্ডে নিয়ে যাওয়া যায়

পার্শিয়াল/হাফ ফান্ডকে যেভাবে ফুল ফান্ডে নিয়ে যাওয়া যায় উচ্চশিক্ষায় আগ্রহী অনেকে জিজ্ঞেস করেন যে কোথায় পার্শিয়াল ফান্ডিং বা অল্প কিছু ফান্ড পাওয়া যাবে বাকী টাকা

Read More »
Bangladesh civil service
বন্যার মত সবাই বিসিএস এর পেছনে ছোটার সমাধান আছে কি?

বিসিএস প্রিলির রেজাল্ট দিলে ফেসবুক টাইমলাইনে আলহামদুলিল্লাহ এর বন্যা আসে।অনেকটা সিলেটের কয়েকদিন আগের অবস্থার মত! একদম টিনের চালের উপর দিয়ে পানি গড়াচ্ছে। মানে, প্রচুর মানুষের

Read More »
extracurriuclar
এক্সট্রা কারিকুলার এ্যাক্টিভিটি করে যা শিখেছি/পেয়েছি 

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অনেক গুলো ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করেছি। বিভিন্ন ইভেন্টে কাজ করেছি। মানবতার সেবায় কিছু কাজ করার চেষ্টা করেছি। অনেকেই বিভিন্ন সময়ে

Read More »
Bangladesh
এপ্লিকেশন প্যাকেজে রাইটিং স্যাম্পল কি? বিস্তারিত জানুন

এপ্লিকেশন প্যাকেজের একটা কম্পোনেন্ট হলো রাইটিং স্যাম্পল। অনেক ভার্সিটিই এমন রাইটিং স্যাম্পল চায় এপ্লিকেশনের রিকুয়ারমেন্ট হিসেবে। কি এ ডকুমেন্ট? অনেকে মোটিভেশনাল লেটার বা স্ট্যাটমেন্ট এর

Read More »
babytihan
এসেছে নতুন শিশু আর কেড়ে নিয়েছে সবার আবেগ

মা-বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে আমাদের আর তেমন মূল্য নাই! ফোন দিয়ে নামে মাত্র কেমন আছ জিজ্ঞেস করেই বলবে তিহান কই? কেমন আছে? দেখাও

Read More »
admission requirements in USA
আমেরিকায় এপ্লাই করতে কোনটার (সিজিপিএ, IELTS ইত্যাদি) মিনিমাম বা অন এভারেজ কত লাগে!

একটা কমন জিজ্ঞাসা থাকে যে মোটামুটি বা লোয়ার র‍্যাংকের বিশ্ববিদ্যালয় গুলোতে এপ্লাই করার জন্য মিনিমাম কি কি লাগে আর কত কম স্কোর এক্সেপ্ট করে? প্রথম

Read More »
Bangladesh
আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য বাধ্যতামূলক রুলস গুলো

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য বিভিন্ন দেশে কিছু রুলস সেট করা থাকে। এগুলা ইউনিফর্ম না তার মানে আমেরিকাতে এক রকম হলে ইংল্যান্ড এ আরেক রকম। আজকে

Read More »
taninzaid
জীবনের প্রথম বউয়ের জন্য রান্না করা ৩ টা আইটেম। চিংড়ি দোপেয়াজা, লাউ আর বেগুন ভর্তা! এ প্লাস পাইসি

রান্নায় বা কিচেন ওয়ার্কে আমি দারুণ আনাড়ী। তরকারী কেটে কুটে দেয়া, হাড়ি-পাতিল ধোয়া আর পরিস্কারের বাইরে রান্না রিলেটেড সর্বোচ্চ কাজ হলো মুনার তরকারির লবন দেখে

Read More »
emailing professor
IELTS দেওয়ার আগে থেকে কি প্রফেসর দের ইমেইল করা শুরু করা উচিত না পরে?

দুইটাই করা যায় তবে যদি IELTS দিয়ে স্কোর সহ ইমেইল করেন, তাহলে আপনার প্রোফাইল প্রফেসর ভালো করে ইভ্যালুয়েট করতে পারে। একদম ইনিশিয়ালি যে ইমেইল করবেন,

Read More »
Bangladesh
বেকার থেকে ভোগার চেয়ে বিদেশে পাড়ি জমানো যেভাবে নিজ ও দেশের জন্য ভালো হতে পারে 

দেশের চাকুরীর বাজারে যথেষ্ট চাকুরী নেই। গ্র‍্যাজুয়েটরা নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজের সেক্টরে কাজ পাচ্ছেনা। সরকারী চাকুরীতে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে হয়রান হয়ে যাচ্ছে। এবারের

Read More »
Bangla
ছেলেদের খুব ভালো ক্যারিয়ার আর ওয়েল ইস্টাবলিশমেন্টের পরে বিয়ে করা ভালো না বিয়ে করে বউ সহ ক্যারিয়ার গড়া উত্তম?

আমরা দেখি অনেক ভালো জায়গায় পৌছে বিয়ে করতে বেশির ভাগেরই বেশ সময় লেগে যায়,বয়স হয়ে যায় আর ওয়াইফ এসে সব কিছু গোছানো পায় এবং বুঝতে

Read More »
Higher Study Abroad
বিদেশের ভার্সিটিতে মাসে ফান্ডিং কত টাকা দিবে সেটা যে সব কিছুর উপর নির্ভর করে

বিদেশে আমরা যারা পড়তে আসি আর ফুল/হাফ ফান্ড পেয়ে পড়াশুনা করি, আমরা আসলে এদেশের গরীব ক্যাটাগরিতেই পড়ি। আমাদের যে ইনকাম এতে একদম নিন্মমধ্যবিত্তই বিবেচিত হই।

Read More »
Higher Study Abroad
দেশের পাব্লিক, প্রাইভেট, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ-শিক্ষা 

আমাদের শিক্ষা ব্যবস্থায় পাব্লিক, প্রাইভেট, ন্যাশনাল ইউনিভারসিটি একটা ডিভাইড আছে। এক ভার্সিটি অন্যদের চেয়ে সুপিরিয়র মনে করে এবং চাকুরীর বাজারে ও এ ডিফারেন্সটা অনেকে টের

Read More »
taninzaid
একটি ৩৬ ঘন্টা অপেক্ষার নরমাল ডেলিভারি: সিজার করার দরকার কতটুকু?

একটা ব্যপার নিয়ে সবাই বলে যে দেশে প্রায় ৮০%-৯০% বাচ্চা সিজারে জন্ম নেয়। এ পরিসং্খ্যানের একুরিসি জানিনা তবে আসলেই যত বাচ্চা হয়, জিজ্ঞেস করলেই শুনি

Read More »
f1 visa interview
আমেরিকার স্টুডেন্ট ভিসা (F1) ইন্টার্ভিউ এর প্রশ্নের লিস্ট

আমেরিকান এ্যাম্বাসীতে এখন এফ১ এ অগাস্টের সেশনের  ইন্টারভিউ চলছে এখন। কি জিজ্ঞেস করে এ ইন্টারভিউ তে? ফুল-ফান্ডেড থেকে শুরু করে সেল্ফ ফান্ডেড সবাই একটা টেনশন

Read More »
Higher Study Abroad
রেকমেন্ডেশন লেটার/LOR কি, কি লিখা থাকা উচিৎ ও ফরম্যাট যেমন হবে

রেকমেন্ডেশন লেটার বা সুপারিশ পত্র বিদেশের ভার্সিটি অথবা যে কোন স্কলারশিপ এপ্লিকেশনের সময় অথরিটি এক বা একাধিক রেকমন্ডেশন লেটার চায়। এ লেটারে ক্যান্ডিডেট কে নিয়ে

Read More »
babytihan
প্রতিটি পুরুষের নিজের সন্তান জন্মদান নিজ চোখে দেখা উচিতঃ মায়ের কাছে ক্ষমা চেয়েছি 

আমেরিকাতে সিস্টেম হলো ওয়াইফ এর ডেলিভারি রুমে হাসব্যন্ড কে অনেকটা বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে হয়। শুধু থাকলে আর বসে থাকলে ও হয়না, হাসব্যন্ড এর কাজ

Read More »
how to know you
Know Thyself- নিজেকে কেন চিনতেই হবে?

আমরা সারা জীবন খুজে বেড়াই নিজেরা কি পারিনা, কি নেই, ঘাটতি কিসে আর নিজেদের ক্যাপাসিটি/যোগ্যতা নিয়ে সন্দেহ করি। সাথে যোগ হয় পরিবার বা আশে পাশের

Read More »
taninzaid
সবার জন্য ভালো চাই 

আমি ব্যক্তিগতভাবে খুব চাই, আমার ছোট বড়, আত্মীয় অনাত্মীয়, বন্ধু-বান্ধবী, পরিচিত, অপরিচিত সবাই জীবনে, ক্যারিয়ারে আমার চাইতে অনেক ভালো করুক। একদম ফাটাইয়া দিক সব দিকে।

Read More »
Green Card
দেশে একাডেমিক পাবলিকেশন ও আমেরিকায় গ্রিন কার্ড (NIW)

দেশে বসে পাব্লিশ করলে উচ্চ-শিক্ষার প্যাকেজে একটা হেল্প হলো এডমিশন ও ফান্ড পেতে সহজ হয়। আরেকটা বড় উপকার হলো আমেরিকায় এসে NIW তে এপ্লাই করে

Read More »
bachelor program
বিদেশে ব্যাচেলর/আন্ডারগ্রেড প্রোগ্রামে পড়াশুনা 

দেশের পাব্লিক বিশ্ববিদ্যালয় গুলোতে এখন একটা মোটামুটি সংখ্যক স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনা। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলো ছাড়া বাকী গুলায় পরীক্ষা না দেয়াদের বড়

Read More »
google search
গুগলে খোঁজাখুঁজি/সার্চ-কেন দরকার, কিভাবে করবেন? 

ইন্টারনেটে প্রতিদিন আর যা করি না করি অনেক বার গুগল করতে হয়। একটা টার্ম বুঝতেসিনা তো গুগল, কিছু নিয়ে আইডিয়া লাগবে তো সমাধান গুগলে, নতুন

Read More »
benefits of faculties for higher studies
একাডেমিশিয়ান (শিক্ষক,রিসার্চার) দের জন্য উচ্চ-শিক্ষার সুবিধা গুলো

আপনি যদি একাডেমিয়া বা রিসার্চে থাকেন তাহলে।আপনার জন্য বিশ্বের যে কোন দেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ অনেকটা সহজ। ধরেন বিশ্ববিদ্যালয়, কলেজ লেভেলে ফ্যাকাল্টি দের এপ্লিকেশনের সময় যে

Read More »
perfection
কেন আমি পারফেক্ট হতে চাইনা? 

একটা ব্যপার প্রায় শুনি, অমুক/তমুক অনেক পারফেক্টশনিস্ট বা কিছু মা-বাবা বলে এটা আমাদের পারফেক্ট বাচ্চা! কেউ বলে, সব কাজ পারফেক্ট না হলে ভালো লাগেনা তাই

Read More »
career in BD
এবারের বিসিএসে যাদের ক্যাডার বা নন-ক্যাডারে হয়নি, তাদের কতজন অন্য কিছু করার সিদ্ধান্ত নেবে বলে মনে হয়? 

যাদের ১ম/২য় টা ছিল, তাদের ৫% ও ক্ষান্ত হবেনা। কারণ, মাত্র তো শুরু, কত বয়স পরে আছে! যাদের ৩য় বিসিএস ছিল, তাদের হয়তো অনেকেই বয়স,

Read More »
Higher Study Abroad
যেভাবে বিদেশের ভার্সিটিতে এডমিশন ও ফুল ফান্ড  সিকিউর করা যায়

দেশ থেকে টপ র‍্যাংকড বা আইভি লিগের ভার্সিটি গুলোতে এপ্লাই করে বা পড়াশুনার সুযোগ পায় সিকিভাগ লোকজন। যারা পড়েন তাদের সিংহভাগ লোক সেল্ফ-ফান্ডেড। কারণ হার্ভাড/এমআইটি/অক্সফোর্ডে

Read More »
career in BD
যেভাবে ইউনিভার্সিটি থেকেই প্রফেশনাল নেটওয়ার্কিং করা যায় 

আমাদের ভার্সিটির সাথে নরমালি ইন্ড্রাস্ট্রির একটা বিশাল দূরত্ব আছে। কারণ, আমাদের দেশের কোম্পানী গুলো যেহেতু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এ খুব বেশি কিছু করেনা, তাই ভার্সিটি

Read More »
how to avoid the negativity of social media
স্যোশাল মিডিয়া, কম্পারিজন ও আমাদের মেন্টাল হেলথ

আমরা সবাই আজকে এ দিনে এ মুহুর্তে অল্প/বেশি ঝামেলা, টেনশন না পাওয়া বা কষ্টের মধ্যে আছি। হয়তো মানসিকভাবে খুব কষ্টে আছি আর স্যোসাল মিডিয়ায় অন্য

Read More »
CareerinBD
প্রাইভেট জবে ভালো স্যালারি ছেড়ে সরকারি চাকুরীতে পিয়ন

দেশে কারো সাথে কথা হলে হয়ে একটা আলোচনার টপিক থাকে যে চাকুরীর বাজারের সার্বিক অবস্থা নিয়ে। রিসেন্টলি এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর সে

Read More »
islamic finance
কর্জে হাসানাহ যেভাবে আমার  জীবনকে সহজ করেছে 

আমরা যারা মধ্যবিত্ত বা নিন্ম-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, তারা জীবনের নানা সময়ে আর্থিক টানাপোড়নের ব্যপারটি খুব ভালো করে উপলব্ধি করি। আমাদের সামাজিক অবকাঠামোতে আর্থিক প্রয়োজনে

Read More »
apply with duolingo
Duolingo দিয়ে বিদেশের ভার্সিটিতে এপ্লাই করা যাবে কিনা বা এটা কি IELTS এর অল্টারনেটিভ?

উত্তর হলো- যেসব ভার্সিটি বর্তমানে Duolingo নিচ্ছে IELTS/TOEFL এর অল্টারনেটিভ হিসেবে, সেগুলায় অবশ্যই এ স্কোর দিয়ে এপ্লাই করা যাবে। আর যেহেতু বিশ্ববিদ্যালয় Duolingo চাচ্ছে, সেহেতু

Read More »
Career Confusion
ক্যারিয়ার/লাইফের টার্গেট নিয়ে কনফিউশন কিভাবে দূর করবো?

লাইফে কি করবো, কি করা উচিত, ক্যারিয়ারে কি করবো এসব নিয়ে কনফিউশান থাকা খারাপ কিছুনা। বরং একটা সময় পর্যন্ত কনফিউশান ভালো। এটা আমাদের সুযোগ দেয়

Read More »
career in BD
ডাইভার্স ক্যারিয়ার চয়েস বনাম গৎবাধা সরকারি চাকুরী

এমন একটা অদ্ভুত সময়ে বাস করছি যখন কাউকে বলি যে ভাই নিজের ক্যারিয়ার যে কোন দিকে চাইলে ফোকাস করে আপনি ভালো করতে পারেন। শুধু সরকারি

Read More »
Study in Germany
জার্মানীতে উচ্চ-শিক্ষার রিসোর্স গুলো

ইউরোপের দেশ গুলোর মধ্যে জার্মানী সব দিক থেকেই বেশ খানিকটা এগিয়ে আর তাই উচ্চ-শিক্ষায় আগ্রহীদের জন্য ও একটি উল্লেখযোগ্য ডেসটিনেশন। বাংলাদেশ থেকে ও প্রতিবছর উল্লেখযোগ্য

Read More »
career in BD
‘সরকারী চাকুরীই করা লাগবে’ এমন চিন্তা ভাবনা করা মানুষদের কমন প্যাটার্ন 

দেশে যারা সরকারি চাকুরী করবেই এমন মনস্থির করেছেন এবং লম্বা সময় ধরে ট্রাই করে যাচ্ছে, তাদের একটা কমন প্যাটার্ন হলো-  গোল ১ঃ পাক্কা- বিসিএস এডমিন/পুলিশ

Read More »
creating happiness by yourself
সুখী কারা?

সুখী কারা? আমার দৃষ্টিতে কারা সুখী বা বাস্তব জীবনে আমি যেভাবে সুখী থাকি সেটাই নিয়েই আলাপ করবো এ ব্লগ পোস্টে। – যারা অন্যের যে কোন প্রাপ্তিতে

Read More »
CareerinBD
“সরকারি চাকুরীই চাই”- এ মাইন্ডসেট কতটা পিছিয়ে রাখছে আমাদের? 

দেশে বিশ্ববিদ্যালয়ে পড়া একজন স্টুডেন্ট কেন প্রথম সেমেস্টার/ইয়ার থেকে MP3 বই নিয়ে বসে রেগুলার ক্লাসের পাশাপাশি আর কেন নিজেকে অন্য যেকোন সেক্টরের জন্য ইকুইপড করেনা?

Read More »
career in BD
পড়াশুনা বা বেকারত্বের সময় গুলোতে ইফেক্টিভ ইনকাম সোর্স যে অভিজ্ঞতা ক্যারিয়ারে কাজে লাগবে

অনার্স বা মাস্টার্সে পড়াশুনাকালীন অথবা শেষ করে আমরা বেশির ভাগই হাত খরচ চালানো /ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য টিউশন বা কোচিং সেন্টারে পড়ানোকেই বেছে নেই। এতে

Read More »
Higher Study Abroad
আমেরিকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স

এদেশের স্টুডেন্ট দের পলিটিক্যাল এংগেজমেন্ট ভিন্নরকম! এতদিনে ও কোন ক্যাম্পাসে কোন রাজনৈতিক দলের ছাত্র শাখার কোন মিছিল, মিটিং, দাবি-দাওয়া বা ভোট চাইতে দেখলাম না। কোথাও

Read More »
plan for 2021
২০২২ সালের একটি ইফেক্টিভ পরিকল্পনা যেভাবে করা যায়

২০২২ শুরু হয়ে এক মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা প্ল্যান করেছি তো এ বছরের জন্য? বছরের প্ল্যান করাটা অনেকে খুব হালকা ভাবে নেন। কারো

Read More »
careerhelp
কাজের অভিজ্ঞতা ছাড়া প্রাইভেট চাকুরীর পরীক্ষা ও ভাইবা- যেভাবে আমি ১ম চাকুরীটা পেলাম

ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ করে ১ দিন ও বসে না থেকে জবে ঢুকে যাওয়ার। যেহেতু আমার প্রায়োরিটি লিস্টে সরকারি চাকুরী বা ব্যাংকে জয়েন

Read More »
admission to Dhaka University
লাল বাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমার প্রথম প্রায়োরিটি ছিলোনা। ভার্সিটি কোচিং যদিও করতাম কিন্তু মন দিয়ে বিদেশে পড়তে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। ভার্সিটি কোচিং শেষ করে এক

Read More »
Duration of Student visa in uSA
আমেরিকায় স্টুডেন্ট ভিসায় কতদিন থাকা যায়?

আমেরিকার ভিসার মেয়াদ তো ৫ বছর, স্টুডেন্ট হিসেবে আমি কত বছর থাকতে পারবো? আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে একটা কনফিউশন আছে। স্টুডেন্ট ভিসার মেয়াদ ৫ বছর,

Read More »
Higher Study Abroad
যারা অগাস্ট ২০২৩ সালের সেশনে ফান্ড সহ এডমিশন পেতে চান, তাদের জন্য ৫ টি টিপস

১. এপ্লিকেশন ডেডলাইন যত দূরেই থাকুক, দ্রুত এপ্লিকেশন শেষ করুন। কারণ ফান্ড এর জন্য যাদের কন্সিডার করে, তাদের জন্য আলাদা ডেডলাইন থাকে। ২. ফান্ডিং সেন্ট্রাল

Read More »
Self-Help
নিজের কাছে বার বার হেরে যাওয়ার লজ্জ্বাটা পাইনা কেন?

প্রতিদিন আমরা নিজেদের কাছেই কতবার হেরে যাই হিসেব করিনা। আজ শুরু করবো তো কাল করতে করতে সম্পূর্ণ নিজেদের কন্ট্রোলে থাকা একটা কাজ বছর পরেও হয়তো

Read More »