কানাডার বিখ্যাত Vanier Canada Graduate Scholarships (VCGS) নিয়ে বিস্তারিত আলোচনা

কানাডার বিখ্যাত Vanier Canada Graduate Scholarships (VCGS) নিয়ে বিস্তারিত আলোচনা

Vanier Canada Graduate Scholarships – VCGS হল কানাডা সরকারের একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ, যা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী, কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত। এটি বিশেষভাবে ৪ বছরের ডক্টরাল (PhD) প্রোগ্রামের জন্য দেওয়া হয়। এই স্কলারশিপের লক্ষ্য বিশ্বমানের গবেষকদের উৎসাহিত করা এবং কানাডাকে গবেষণা খাতে এগিয়ে নেয়া। সাধারণত প্রতি বছর প্রায় 166 জন শিক্ষার্থী এই স্কলারশিপ পান। স্কলারশিপটি তিন বছর পর্যন্ত প্রদান করা হয়। যারা বিশ্বমানের গবেষণা করতে চান এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা রাখেন, তাদের জন্য Vanier Canada Graduate Scholarships (VCGS) খুব ভালো একটা সুযোগ।

আবেদন করার যোগ্যতা:

১। এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমেই একজন শিক্ষার্থীকে PhD প্রোগ্রামে ভর্তি হতে হবে।

২। আবেদনকারীকে অবশ্যই Health Research, Natural Sciences, Social Sciences এবং Huminities সম্পর্কিত যেকোনো একটি প্রোগ্রামে ভর্তি হতে হবে।

৩। ফুল-টাইম PhD স্টুডেন্ট হতে হবে।

৪। খুব ভালো একাডেমিক স্কোর থাকতে হবে। সাধারণত GPA 3.5 বা তার বেশি প্রয়োজন হয়।

৫। গবেষণা কাজের অভিজ্ঞতা, পাবলিকেশন এবং লিডারশিপের প্রমাণ থাকা প্রয়োজন।

৬। অবশ্যই কানাডার যেকোনো Vanier-eligible বিশ্ববিদ্যালয়ে PhD প্রোগ্রামে ভর্তি হতে হবে। নিচে কানাডার কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় যেগুলো এই স্কলারশিপের আওতাধীন সেগুলোর লিস্ট দেয়া হল-

  • University of Toronto
  • McGill University
  • University of British Columbia – UBC
  • University of Alberta
  • Université de Montréal
  • University of Waterloo
  • Western University
  • Queen’s University
  • University of Calgary
  • Simon Fraser University – SFU

(Note: এই বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও কানাডার আরও অনেক বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপটির আওতাধীন রয়েছে। সম্পূর্ণ লিস্ট স্কলারশিপের ওয়েবসাইটে দেয়া আছে।)

৭। প্রার্থী যদি ইতিমধ্যে কোনো PhD স্কলারশিপ পেয়ে থাকেন, তবে VCGS-এর জন্য যোগ্য নাও হতে পারেন।

৮। শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় আবেদনপত্র ও ডকুমেন্টস:

১। ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।

২। গবেষণা অভিজ্ঞতা, পাবলিকেশন এবং লিডারশিপের কাজ উল্লেখ করে তৈরি করা একটি আপডেটেড CV।

৩। একটি Research Proposal.

৪। তিনটি রেকমেন্ডেশন লেটার।

৫। Personal Statement.

৬। University Acceptance Letter.

স্কলারশিপটির সুবিধাসমূহ:

১। প্রতি বছর CAD ৫০,০০০ (প্রায় ৪০ লাখ বাংলাদেশি টাকা) তিন বছর পর্যন্ত প্রদান করা হয়।

২। সম্পূর্ণ টিউশন ফি কভার করা হয়।

৩। Travel Allowance প্রদান করা হয়।

৪। লিভিং কস্ট দেয়া হয়ে থাকে।

৫। Research Allowance দেওয়া হয়।

৬। বিশ্বমানের গবেষণা সুবিধা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাওয়া যায়।

আবেদনের সময়সীমা:

সাধারণত প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে আবেদন গ্রহণ করা হয়।

স্কলারশিপ এবং আবেদন সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে-

https://vanier.gc.ca/en/home-accueil.html

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    আমেরিকার Arkansas স্টেটের ৭টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Arkansas State
    আমেরিকার Arkansas স্টেটের ৭টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    আমেরিকার ২৫তম স্টেট হল Arkansas. অন্যান্য স্টেটের মতোই এই স্টেটেও বেশ কিছু ভালোমানের বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ফান্ডিংয়ের অনেক সুযোগ দিয়ে থাকে। ‘আমেরিকার স্টেট

    Read More »
    উচ্চশিক্ষার জন্য দুবাই ও সৌদি আরব: মধ্যপ্রাচ্যের দুটি সম্ভাবনাময় গন্তব্য
    dubai
    উচ্চশিক্ষার জন্য দুবাই ও সৌদি আরব: মধ্যপ্রাচ্যের দুটি সম্ভাবনাময় গন্তব্য

    দুবাই: দুবাই শুধু পর্যটন বা ব্যবসার জন্য নয়, বরং উচ্চশিক্ষার জন্যও একটি উদীয়মান গন্তব্য। কেন দুবাই বেছে নেবেন? বিশ্বমানের বিশ্ববিদ্যালয়: হারিয়ট-ওয়াট, দুবাই ইউনিভার্সিটি, মিডলসেক্স ইউনিভার্সিটি

    Read More »
    Master’s in Asian Studies at California State University
    Arts funding
    Master’s in Asian Studies at California State University

    California state university থাকছে Asian studies এর উপর মাস্টার্স করার সুযোগ। Application requirement: Financial Aid: এখানে থাকছে বিভিন্নভাবে স্কলারশিপ পাওয়ার সুযোগ। assistantship এবং fellowship- এর

    Read More »
    Master’s in Quantitative Economics at the University of California Lutheran
    Funding in economics
    Master’s in Quantitative Economics at the University of California Lutheran

    California Lutheran University-তে থাকছে Quantitative Economics-এর উপর ফান্ডেড মাস্টার্স করার সুযোগ। Application requirement: 1. A Completed Application. 2. কোয়ান্টিটেটিভ যোগ্যতা- 3. Resume 4. Official Transcripts

    Read More »