M.A. in Gender Studies from Queen's University- Canada

M.A. in Gender Studies from Queen’s University, Canada

Queen’s University, Canada  থেকে  Dept of Gender Studies  বিভাগের অধীনে  ফান্ডসহ এম.এ. করার সুযোগ।

📝Admission Requirements

  1. জেন্ডার স্টাডিজ  বা  ওমেন স্টাডিজ, ফেমিনিস্ট স্টাডিজ, সেক্সুয়ালিটি স্টাডিজের উপর পূর্ব ফোকাসের প্রমাণ সহ অন্য কোনও ক্ষেত্রে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি (BAHon)
  2. বিশ্ববিদ্যালয় অধ্যয়নের শেষ দুই বছরের মধ্যে ন্যূনতম B+
  3.  আন্তর্জাতিক শিক্ষার্থী যাদের  প্রথম ভাষা ইংরেজি নয়, তাদের অবশ্যই স্নাতক অধ্যয়নের আবেদনের সাথে TOEFL বা হডদটু-এর মতো ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় গ্রহণযোগ্য স্কোর জমা দিয়ে ইংরেজিতে দক্ষতা প্রদর্শন করতে হবে।
  4. হালনাগাদ সিভি: একটি আপডেট করা পাঠ্যক্রম বা জীবনবৃত্তান্ত আপনার পূর্ববর্তী শিক্ষা, পেশাদার এবং স্বেচ্ছাসেবক অভিজ্ঞতার বিবরন সহ
  5.  নমুনা প্রবন্ধ : লেখার নমুনা জমা দেওয়ার জন্য কোনও শব্দ গণনা নেই, তবে  8-10 পৃষ্ঠার মধ্যে একটি নমুনা প্রবন্ধ জমা দেওয়ার পরামর্শ দিই। আমরা নিম্নলিখিত যে কোনো একটি দেখতে আগ্রহী:
  • একটি পিয়ার-পর্যালোচিত একাডেমিক জার্নাল নিবন্ধ।
  • একটি প্রতিবেদন যা আপনি একটি সংস্থা, সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য লিখেছেন৷
  • পূর্বের ডিগ্রী থেকে একটি অপ্রকাশিত থিসিস।
  • আপনার অবদানের একটি পোর্টফোলিও (যেমন, একজন শিল্পীর পোর্টফোলিও, একটি পেশাদার ওয়েবসাইট, ইত্যাদি)
  • অথবা আপনার লেখার অন্য কিছু নমুনা (যেমন, আপনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন এমন একটি কোর্সের জন্য একটি প্রবন্ধ)

📝Available Financial Aid:

ফুল-টাইম এমএ ছাত্রদের $16,000 এবং ফুল-টাইম পিএইচডি ছাত্রদের $20,000 ফান্ডিং দেওয়া হয়।  ফান্ডিং সাধারণত পুরষ্কার, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং ফেলোশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সংমিশ্রণ হিসাবে শিক্ষার্থীদের কাছে যায়।

📝 Application Deadlines:

Applications are accepted from September 15th through February 1.

কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:

https://www.queensu.ca/gnds/graduate/how-to-apply

সোস্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ফান্ডিং নিয়ে জানতে পারবেন এই লিংক থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82

Development Studies থেকে ইন্ডিয়াতে পড়াশোনা-

International Relation থেকে ফিনল্যান্ডে পড়াশোনা-

Psychology থেকে কানাডায় মাস্টার্স-

Economics থেকে অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া ও PR পাওয়ার  উপায় গুলো নিয়ে জানুন-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Master Program in Philosophy at University of Miami
    Arts funding
    Master Program in Philosophy at University of Miami

    আমেরিকার University of Miami-তে Philosophy নিয়ে ফান্ডিংসহ দুই বছরের ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ রয়েছে।Application Requirements:১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী এবং সিজিপিএ মিনিমাম 3.00 থাকতে হবে।২।

    Read More »
    Master of Business Administration at Idaho State University 
    Business Administration
    Master of Business Administration at Idaho State University 

    Idaho State University-তে ফান্ডসহ Business Administration নিয়ে মাস্টার্স করার সুযোগ আছে। Admission Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি এবং মিনিমাম সিজিপিএ ৩.oo থাকতে হবে।  ২।

    Read More »
    Master of Anthropology at Idaho State University 
    anthropology
    Master of Anthropology at Idaho State University 

    Idaho State University-তে ফান্ডসহ Anthropology নিয়ে মাস্টার্স করার সুযোগ আছে। এই প্রোগ্রামে ভর্তি হতে আন্ডারগ্রেডে Anthropology থাকা আবশ্যক নয় অর্থাৎ যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই এই প্রোগ্রামে

    Read More »
    Master of Arts in English at Idaho State University 
    Arts funding
    Master of Arts in English at Idaho State University 

    Idaho State University-তে ফান্ডসহ English নিয়ে মাস্টার্স করার সুযোগ আছে। Admission Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি এবং মিনিমাম সিজিপিএ ৩.oo থাকতে হবে।  ২। Resume/CV

    Read More »