Central Michigan University নিয়ে বিস্তারিত আলোচনা

Central Michigan University নিয়ে বিস্তারিত আলোচনা

আমেরিকার Michigan স্টেটের Mount Pleasant-এ অবস্থিত Central Michigan University. ১৮৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে বর্তমানে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি মিলিয়ে প্রায় ২০০ টির মতো প্রোগ্রাম চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভালো রিসার্চ কার্যক্রম হবার কারণে একে R2: Doctoral Universities – High research activity হিসেবে ধরা হয়ে থাকে। US News-এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ২৫৯তম অবস্থানে আছে।

নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ:

  • Communication
  • Counseling
  • Creative Writing
  • Economics
  • Psychology
  • History
  • Business Administration
  • Media Arts
  • Music
  • Sports Administration

নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ:

  • Psychology

আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:

১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।

২। মিনিমাম সিজিপিএ ২.৭৫।

৩। English Proficiency-

  • IELTS- 6.5
  • TOEFL- 79
  • PTE- 53
  • Duolingo- 100

৪। Letters of Recommendation.

৫। Essay.

৬। GRE/GMAT Score.

৭।Official Academic Transcripts.

৮। Application Fee- $55.

(প্রোগ্রাম অনুযায়ী আবেদনের যোগ্যতাগুলো কম/বেশি হতে পারে।)

স্কলারশিপের সুযোগ-সুবিধা:

১। Assistantships:

Central Michigan University-তে ফুল-টাইম এবং হাফ-টাইম দুই ধরনের Assistantship দিয়ে থাকে। এই ধরনের ফান্ডিংয়ে সাধারণত টিউশন ফি এবং লিভিং কস্ট প্রদান করা হয়ে থাকে। এই পজিশনগুলো সাধারণত কমবেশি প্রায় সব প্রোগ্রামেই অফার করা হয়ে থাকে।

২। Scholarships:

Central Michigan University-তে বিভিন্ন ধরনের Internal এবং External স্কলারশিপ দেয়া হয়। এর বাইরে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে ডিপার্টমেন্টাল স্কলারশিপ দেয়া হয়ে থাকে। সাধারণত নিম্নোক্ত ডিপার্টমেন্টগুলো থেকে ডিপার্টমেন্টাল স্কলারশিপ দেয়া হয়-

  • College of the Arts and Media Scholarships
  • College of Business Scholarships
  • College of Education and Human Services Scholarships
  • College of Liberal Arts and Social Sciences Scholarships
  • College of Science and Engineering Scholarships
  • The Herbert H. & Grace A. Dow College of Health Professions Scholarships

৩। Grants and Awards:

এছাড়া বিভিন্ন কম্পিটিশন, রিসার্চ প্রজেক্ট, ভালো একাডেমিক স্কোর, কনফারেন্স ইত্যাদি ক্ষেত্রগুলোতে ভালো করলে বেশ ভালো এমাউন্টের Grants বা Awardship পাওয়া যায়। তবে এই Grant গুলো সাধারণত এককালীন প্রদান করে থাকে।

বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরও বিস্তারিত জানুন এই লিংক থেকে-

https://www.cmich.edu

প্রোগ্রামগুলোর বিস্তারিত পাবেন এই লিংকে-

https://www.cmich.edu/program-finder?ProgramLevels=Graduate

ফান্ডিং নিয়ে আরও বিস্তারিত পাওয়া যাবে নিচের এই লিংকে-

https://www.cmich.edu/offices-departments/office-scholarships-financial-aid/applying-for-financial-aid/graduate-students

আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc/?fbclid=IwAR08DIJTRClF1hYmFYkkjAOhvI9W5TVOwnw8L9TOot4lt7fY3PcpasdIqzw

বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-

Australia- https://youtu.be/IjMcIUtTLok

Canada- https://youtu.be/GGyzdR5Kv3M

USA- https://youtu.be/vZPcwEWrfNA

Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg

Germany- https://youtu.be/3rc3RFVZrOE

India- https://youtu.be/Fl6gz4DOJ5A

Turkey- https://youtu.be/e3suBr6MKvA

South Korea- https://youtu.be/QcAdkYeIK8U

Finland- https://youtu.be/_v3dVDKwB18

Japan- https://youtu.be/VIP2mXd5Jlg

China- https://youtu.be/umr3YdxbSHc

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Master’s in Quantitative Economics at the University of California Lutheran
    Funding in economics
    Master’s in Quantitative Economics at the University of California Lutheran

    California Lutheran University-তে থাকছে Quantitative Economics-এর উপর ফান্ডেড মাস্টার্স করার সুযোগ। Application requirement: 1. A Completed Application. 2. কোয়ান্টিটেটিভ যোগ্যতা- 3. Resume 4. Official Transcripts

    Read More »
    আমেরিকার ৭টি বিশ্ববিদ্যালয়ে ফান্ডসহ English নিয়ে পিএইচডি করার সুযোগ
    Arts funding
    আমেরিকার ৭টি বিশ্ববিদ্যালয়ে ফান্ডসহ English নিয়ে পিএইচডি করার সুযোগ

    English নিয়ে USA-র কিছু বিশ্ববিদ্যালয় বাদে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ফান্ডিংয়ের সুযোগ থাকে। এই ফান্ডিংগুলো বিশেষত ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য খুব ভালো সুযোগ।

    Read More »
    Master’s in Economics at George Mason University
    Economics
    Master’s in Economics at George Mason University

    আমেরিকার George Mason University তে Economics নিয়ে ফুল-ফান্ডেড মাস্টার্স করার সুযোগ রয়েছে। আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:  ১। মিনিমাম সিজিপিএ ৩.০০।  ২। Academic Transcript.  ৩।

    Read More »
    Master’s of Business Administration at University of Regina
    Business Faculty Fundings
    Master’s of Business Administration at University of Regina

    কানাডার University of Regina থেকে ফুল-ফান্ডসহ Business Administration থেকে ফান্ডসহ মাস্টার্স করার সুযোগ রয়েছে। আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র: ১। মিনিমাম সিজিপিএ ৩.০০  ২। Academic

    Read More »