Master’s Program in History at the University of Alabama at Birmingham

University of Alabama at Birmingham-এ History নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে।

Admission Requirements: 

১। মিনিমাম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

২। English Language Proficiency:

·   IELTS- 6.5

·   TOEFL- 80

·   PTEA- 53

৩। তিনটি রেকমেন্ডেশন লেটার।

৪। Statement of Purpose (SOP).

৫। GRE score (optional)

৬। Academic Transcript (evaluated by NACES).

৭। Writing Sample

৮। CV/Resume

Funding Opportunities:

১। Graduate Assistantships:
History ডিপার্টমেন্ট থেকে Graduate Assistantship পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ১৫-২০ ঘন্টা বিভিন্ন রিসার্চ বা অন্যান্য একাডেমিক দায়িত্ব পালনের বিনিময়ে মাসিক স্টাইপেন্ড, লিভিং কস্ট, টিউশন ফি ওয়েইভার এবং মেডিকেল ইন্সুরেন্স দেয়া হয়। অ্যাসিসটেন্টশিপ পেতে ভালো একাডেমিক স্কোর, GRE/GMAT score, কাজের অভিজ্ঞতা, পাবলিকেশন, যোগাযোগ দক্ষতা ইত্যাদি অনেক কাজে আসে।

২। Departmental Scholarships and Awards:

History বিভাগ থেকে অনেকগুলো স্কলারশিপ এবং অ্যাওয়ার্ড পাবার সুযোগ রয়েছে। এই ফান্ডিংগুলোর বেশিরভাগই এককালীন দেয়া হয়। এগুলো মেরিট বেইসড হয়ে থাকে। তাই ভালো একাডেমিক স্কোর থাকতে হয়। স্কলারশিপগুলোর মধ্যে একটি স্কলারশিপ অনেক বেশি প্রেসটিজাস এবং বেশ ভালো এমাউন্টের। এই স্কলারশিপটি শুধু একজন শিক্ষার্থীকেই দেয়া হয়। $১৫,০০০ ডলার পর্যন্ত বাৎসরিক স্টাইপেন্ড দেয়া হয়ে থাকে।

Program Application Deadlines:

December 1- Spring Semester

August 1- Fall Semester

May 1- Summer Semester

কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:

https://www.uab.edu/cas/history/graduate

১০০+ নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কানাডায় আগমন প্রাক-প্রস্তুতি ও আগমন পরবর্তী অর্থায়ন এবং ব্যয় সংকোচন 
    Canada
    কানাডায় আগমন প্রাক-প্রস্তুতি ও আগমন পরবর্তী অর্থায়ন এবং ব্যয় সংকোচন 

    ম্যাপল পাতার , মাল্টিকালচারাল পরিবেশ এবং গ্রাজুয়েশন পরবর্তী কাজের সুযোগ সব মিলিয়ে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের গন্তব্য… ছিলো একসময়। এখনো  World Bank এর

    Read More »
    Master’s in Business Administration at Brock University
    Funding in Business Administration
    Master’s in Business Administration at Brock University

    Canada-র Brock University থেকে ফুল-ফান্ডসহ Business Administration থেকে মাস্টার্স করার সুযোগ রয়েছে। আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র: ১। মিনিমাম সিজিপিএ ৩.০০।  ২। Academic Transcript. ৩।Minimum

    Read More »
    Master’s in Business Administration at University of Miami
    Funding for MBA Program
    Master’s in Business Administration at University of Miami

     USA-র University of Miami থেকে ফুল-ফান্ডসহ Business Administration থেকে মাস্টার্স করার সুযোগ রয়েছে। আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র: ১। মিনিমাম সিজিপিএ ৩.০০।  ২। Academic Transcript.

    Read More »
    উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে লিঙ্কডইন এবং গুগল স্কলারের গুরুত্ব
    GNHSA
    উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে লিঙ্কডইন এবং গুগল স্কলারের গুরুত্ব

    উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে, সম্ভাব্য শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল প্রফেসর খুঁজে বের করা এবং তাদের সাথে সংযোগ স্থাপন করা যাদের গবেষণার সাথে আপনার

    Read More »